যুক্তরাষ্ট্র, অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হৌথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাচ্ছেI
২৭শে ফেব্রূয়ারি, হৌথিরা সৌদি আরবের রিয়াদ ও অন্যান্য কয়েকটি স্থানে হামলা চালায়I লিখিত বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, নেড প্রাইস বলেন, এই হামলা শুধুমাত্র নিরীহ জনগণের জন্য হুমকিস্বরূপ নয়, তা ইয়েমেনের শান্তি ও স্থিতিশীলতার সম্ভাবনাকে বিনষ্ট করবেI তিনি এসব দুঃখজনক হামলা বন্ধের আহ্বান জানানI সাম্প্রতিক সময়ে সীমান্তের ওপর প্রান্ত থেকে হৌথি বিদ্রোহীদের কতগুলি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে কতিপয় আরব দেশসমূহ, বৃটেন, ফ্রান্স ও জার্মানিI
যুক্তরাষ্ট্র যদিও, ইয়েমেনের যুদ্ধে সৌদি পরিচালিত অভিযানে সব ধরণের সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, তবে সৌদি আরবের স্বার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জনগণের সুরক্ষায় তারা সৌদি আরবকে সাহায্য করতে প্রতিশ্রূতিবদ্ধ থাকবেI
সংবাদ অবহিতকরণে মুখপাত্র নেড প্রাইস বলেন, ২৭শে ফেব্রূয়ারি, নিরীহ জনগণের বিরুদ্ধে পরিচালিত হামলাকে সৌদি আরব, আমেরিকার সহায়তায় সাফল্যের সঙ্গে প্রতিহত করেI মি. প্রাইস আরো বলেন, যুক্তরাষ্ট্র সরকার হৌথি নের্তৃত্বের এহেন পদক্ষেপের জবাবদিহিতার উন্নয়নে, অতিরিক্ত পদক্ষেপ নেবার কথা ভাবছেI
২রা মার্চ, যুক্তরাষ্ট্র রাজস্ব বিভাগ, দুজন হৌথি সামরিক নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে I এক বিবৃতিতে রাজস্ব দপ্তর জানায়, মানসুর আল সাদি এবং আহমদ আলী আহসান আল হামজি, হৌথি বাহিনীর এসব হামলার সমন্বয় সাধন করেছে, যা ইয়েমেনি জনগণ, পার্শ্ববর্তী দেশসমূহ এবং আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজগুলিকে প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত করেI ইরান সরকারের অস্থিতিশীল কর্মসূচি এগিয়ে নিতে, এসব পদক্ষেপ, ইয়েমেনের সংঘাতে মদদ জুগিয়েছে, সেখানে ১০ লক্ষের অধিক জনগণ গৃহহীন হয়েছেন এবং দেশটিকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছেI
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, নেড প্রাইস, হৌথি বিদ্রোহীদের প্রতি, সৌদি আরবের অভ্যন্তরে প্রবেশ করে সীমান্ত হামলা বন্ধের শুধু আবেদন নয়, মারিবের সামরিক অভিযান বন্ধের, যুদ্ধবিরতি মানার এবং আলোচনার টেবিলে ফিরে আসার অনুরোধ জানানI
প্রেসিডেন্ট বাইডেন, ইয়েমেনের যুদ্ধ বন্ধে সহায়তা করতে, প্রতিশ্রূতিবদ্ধ, যে যুদ্ধ বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে এবং এই সংঘাত, তিনি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে আগ্রহীI
মুখপাত্র প্রাইস সেই লক্ষ্য অর্জনে, যুক্তরাষ্ট্রের প্রতি সৌদি আরবের সহযোগিতার প্রশংসা করেন I তিনি বলেন, তাঁর কথায়, শান্তির অন্নেষায় অগ্রগতি সাধনে,হৌথিদের মনোভাবেও পরিবর্তন আনতে হবেI