Accessibility links

Breaking News

দুই ইরানি আলী হেমাটিয়ান এবং মাসুদ সাফদারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না


যুক্তরাষ্ট্র সরকার, বাইডেন-হ্যারিস প্রশাসন ক্ষমতা গ্রহণের পর, কোন ইরানি কর্মকর্তা বা সংস্থার বিরুদ্ধে প্রথম সনাক্তকরণ হিসাবে, ইসলামী গার্ড কর্পস বা কুদস কোরে'র দুজন জিজ্ঞাসাবাদকারী'র ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেI

লিখিত বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেন বলেন, এই দুই ব্যক্তি, আলী হেমাটিয়ান এবং মাসুদ সাফদারীকে ঘোরতর মানবাধিকার লঙ্ঘন, যেমন দৈহিক অমানবিক পাশবিক অত্যাচার, অবজ্ঞাপূর্ণ আচরণ ও শাস্তি প্রদান,এবং রাজনৈতিক বন্দি এবং ২০১৯ এবং ২০২০ সালের বিক্ষোভের সময় আটককৃতদের শাস্তি প্রদানের জন্য সনাক্ত করা হয়েছেI
এই সনাক্তকরণের কারণে, এই দুই ব্যক্তি ও তাদের নিকট আত্মীয় পরিজনরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন নাI

এই পদক্ষেপ সেই দিনই নেয়া হয়, যখন জাতিসংঘের মানবাধিকার বিষয়ে বিশেষ প্রতিনিধি, জাভেদ রেহমান জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কাছে তাঁর বার্ষিক রিপোর্ট পেশ করেনI তাঁর রিপোর্টে ইরানের মানবাধিকার লঙ্ঘনের কতিপয় ঘোরতর ঘটনার উল্লেখ রয়েছে , যেমন শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর বর্বরতা, যার কোনো তদন্ত বা কাউকে দোষী সাব্যস্ত করা হয় নিI এছাড়াও বিবৃতিতে আটককৃতদের তাদের অপরাধ স্বীকার করতে, জিজ্ঞাসাবাদকারীদের অপমানজনক আচরণের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছেI

সংবাদ অবহিতকরণে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, এই দুই জিজ্ঞাসাবাদকারীকে সনাক্তকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র পরিষ্কার বার্তা দিচ্ছেI

যুক্তরাষ্ট্র সরকার, মানবাধিকার লঙ্ঘন ও অন্যান্য অপরাদের জন্য যারা দায়ী, তাদের দায়-বদ্ধতা উন্নয়নে প্রতিশ্রূতিবদ্ধ, যাতে ইরান ও বিশ্বের অন্যান্য দেশও অন্তর্ভুক্তI
বিগত কয়েক সপ্তাহে, যুক্তরাষ্ট্র ইরানকে স্পষ্ট করে দিয়েছে যে, তারা চুক্তি মানা সাপেক্ষে তাদের সঙ্গে চুক্তিতে সম্পৃক্ত এবং ফিরে আসতে আগ্রহীI মুখপাত্র নেড প্রাইস বলেন, যুক্তরাষ্ট্র একাধারে ইরানের সঙ্গে কূটনীতি বজায় রাখবে এবং অন্যদিকে তাদের মূল্যবোধের ভিত্তিতে সমর্থন দিয়ে যাবেI

তিনি বলেন. তাঁর কথায় "আমাদের মূল্যবোধের সঙ্গে সঙ্গতি রেখে আমরা স্পষ্ট করে বলতে চাই, যে এসব ব্যক্তিরা যেসব ঘৃণ্য মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, তাদের পরিনাম ভোগ করতে হবেI আমরা অবশ্যই দুটোই করবো"I

পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, তাঁর কথায়," এছাড়াও আমরা, আমাদের মিত্রদের সঙ্গে এসব লঙ্ঘন ও অন্যান্য অপরাধের জন্য দায়বদ্ধতার উন্নয়নে কাজ করে যাবোI যুক্তরাষ্ট্র ইরানের জনগণের অধিকারের সমর্থনে সহায়তা অব্যাহত রাখবে এবং ইরান সরকার তাদের জনগণের প্রতি শ্রদ্ধা ও সম্ভ্রম প্রদর্শন করবে, এই কামনা করছে"I


XS
SM
MD
LG