Accessibility links

Breaking News

চেচনিয়ায় অন্যায়ভাবে আটককৃত সকলের অবিলম্বে মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের   


পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস।

২৭শে জানুয়ারী পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক লিখিত বিবৃতিতে জানান, "যুক্তরাষ্ট্র, রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের কর্তৃপক্ষ কর্তৃক সাম্প্রতিক সপ্তাহগুলিতে কয়েক ডজন অপহরণ ও বিধিবহির্ভূত আটকসহ অপহরণ ও ইচ্ছামাফিক আটকের খবরে উদ্বিগ্ন"। লক্ষ্যবস্তু হওয়া লোকজনের মধ্যে অনেকেই চেচেন মানবাধিকার সক্রিয়বাদী ও ভিন্নমত পোষণকারীদের আত্মীয়-পরিজন।

মুখপাত্র প্রাইস বলেন, বিধিবহির্ভূত এসব আটক চেচনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে নি। "রুশ ফেডারেশনের অন্যান্য জায়গায় লোকজনদের আটক করা ও জোরপূর্বক চেচনিয়ায় হস্তান্তরের বহু দৃষ্টান্ত রয়েছে"। এ ক্ষেত্রে সাম্প্রতিক এক নজির হচ্ছেন মানবাধিকার আইনজীবী আবুবকর ইয়াঙ্গুলাবায়েভের মাতা জারেমা মুসায়েভা। ২০শে জানুয়ারী মধ্য রাশিয়ার নিজনি নোভগোরোদের বাড়ি থেকে তাঁকে চেচনিয়ায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশ হেফাজতে রাখা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থা তাঁর আটককে অপহরণ বলে উল্লেখ করেছে।

এছাড়াও, চেচেন কর্তৃপক্ষ সাম্প্রতিক দিনগুলিতে ইয়াঙ্গুলাবায়েভের পরিবারকে প্রকাশ্যে হুমকি দিয়েছে। পহেলা ফেব্রুয়ারী এক ভিডিওতে চেচনিয়ার নৃশংস নেতা রমজান কাদিরভকে, ব্যক্তিগতভাবে ঐ পরিবারের উদ্দেশ্যে হুমকি দিতে এবং বিদেশে থাকা তাঁর পরিবারের সদস্যদের রাশিয়ায় ফেরত পাঠানোতে অন্যান্য দেশকে তাগিদ দিতে দেখা যায়। একই দিনে দুঃখজনক এক বক্তব্যে, চেচনিয়া থেকে রাষ্ট্রীয় ডুমা'র এক সহকারী, এডাম ডেলিমখানভ ঐ পরিবারের সদস্যদের শিরশ্ছেদের প্রত্যয় ব্যক্ত করে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, রাশিয়ার বাইরে বসবাসকারী চেচনিয়ার ভিন্ন মতালম্বীদের বিরুদ্ধে এ ধরণের চাপের কৌশল “পুরো পরিবারকে ক্ষতি করে, যে প্রক্রিয়া নির্যাতনের বিশেষ ক্ষতিকর একটি ধরণ”।

চেচনিয়ায় ভিন্নমত পোষণকারী, এলজিবিটিকিউআই(LGBTQI) সদস্য, ধর্মীয় ও জাতিগোষ্ঠীগত দল এবং অন্যান্যদের লক্ষ্যবস্তু করে কাদিরভ বহু বছর ধরে সহিংস অভিযান চালিয়ে যাচ্ছে। পররাষ্ট্র দপ্তরের সর্ব-সাম্প্রতিক রাশিয়া সম্পর্কিত মানবাধিকার রিপোর্টে চেচনিয়া কর্তৃপক্ষের নির্যাতন নিপীড়নের চিত্র লিপিবদ্ধ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, বিচার বহির্ভুত হত্যাকান্ড এবং এলজিবিটিকিউআই সদস্যদের ওপর ব্যাপক নির্যাতন, চেচনিয়া প্রজাতন্ত্রের কর্তৃপক্ষের বিরোধিতাকারী দেশগুলিতে বিচার বহির্ভুত হত্যা, এবং রাজনৈতিক সক্রিয়বাদী ও চেচনিয়ার প্রধান- কাদিরভের সমালোচনাকারীসহ উত্তর ককেশাসে অপহরণ ও নির্যাতনের বিষয়াবলী”।

মুখপাত্র প্রাইস বলেন, "যুক্তরাষ্ট্র রাশিয়ার কেন্দ্রীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় যেনো চেচনিয়ায় আন্তঃদেশীয় নিপীড়নসহ দমনমূলক কর্মকান্ড থেকে বিরত থাকা হয় এবং যারা চেচনিয়ায় ভয়াবহ মানবাধিকার লংঘনের জন্য দায়ী, তাদের রুশ ফেডারেশনের আইন এবং রাশিয়ার আন্তর্জাতিক মানবাধিকার লংঘনের বাধ্যবাধকতার আওতায় শাস্তি বিধান করা হয়”।

XS
SM
MD
LG