Accessibility links

Breaking News

বার্মার জনগণের জন্য ইউএসআইডি'র সহায়তা 


যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা (USAID) এর লোগো
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা (USAID) এর লোগো

এক বছরের কিছু আগে বার্মার সামরিক বাহিনী এক অভ্যুথান ঘটায়, যে অভ্যুথান বার্মার সাম্প্রতিক গণতান্ত্রিক বিকাশের দরজা বন্ধ করে দিয়েছিলো। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা (USAID) এর এশিয়া বিভাগের উপ-প্রশাসক, ক্রেইগ হার্ট সম্প্রতি কংগ্রেসে সাক্ষ্যদানকালে বলেন, "আজ আমরা যে বার্মা দেখছি, এক বছর আগে যে বার্মা আমরা জানতাম তেমনটি আর নয়"। নানাবিধ বাধাবিপত্তি সত্ত্বেও বার্মার বলীয়ান জনগণ হাল ছাড়েন নি এবং গণতন্ত্রের সমর্থনে আমরা তাদের পাশে রয়েছি"।

অভ্যূথানে পরে ইউএসএআইডি যে ৪ কোটি ২৪ লক্ষ ডলার দেয় তা সরকারের কর্ম তত্পরতায় কাজে লাগতো তা এখন জনগণের সরাসরি সহায়তার জন্য সরিয়ে নেয়া হয়েছে। এই সহায়তায় অন্তর্ভুক্ত আছে যারা কোভিড-১৯, এইচ আইভি, ম্যালেরিয়া এবং যক্ষার বিরুদ্ধে লড়ছেন, তাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা। ইউএসএআইডি এছাড়াও সমগ্র বার্মা জুড়ে লক্ষ লক্ষ সংঘাতপীড়িত এবং বাস্ত্যুচুত জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা দিচ্ছে ; এটি বিরাট এক চ্যালেঞ্জ, কারণ নিরপেক্ষ মানবিক সংস্থাগুলোর প্রবেশাধিকারের প্রতি সরকারের রয়েছে নানাবিধ কঠোর নিষেধাজ্ঞা।

অভ্যুথানের পর সামরিক শাসক শিশু,সাংবাদিক ও সাহায্যকর্মীসহ ১৬০০ জনেরও বেশি লোককে হত্যা করেছে এবং আরো হাজার হাজার লোককে গ্রেফতার করা হয়। উপপ্রশাসক হার্ট সতর্ক করে দিয়ে বলেন, "সহিংসতা বাড়ছে আর প্রশাসন এবং অভ্যুত্থান ও শাসক বিরোধী বিভিন্ন দলগুলির মধ্যে মেরুকরণ তীব্রতর হচ্ছে"।

বার্মায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রধান অগ্রাধিকার বিষয় হচ্ছে গণতন্ত্রের পথ পুনরুদ্ধার করা। একটি অন্তর্ভুক্তিমূলক, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি করতে গণতন্ত্র যাদের অগ্রাধিকার দেয় তাদের সাথে ইউএসএআইডি অংশীদারিত্ব করেছে।

এই অংশীদারদের মধ্যে রয়েছেন গণতন্ত্রপন্থী আন্দোলনকারী, জাতিগোষ্ঠীমূলক সংগঠন ,সুশীল সমাজের সংগঠন, ধর্ম নিরপেক্ষ ও ধর্মীয় বে-সরকারি সংস্থাসমূহ এবং ব্যক্তিগত খাতের সমমনা সদস্যরা।

গণতন্ত্র বিকাশের যতটুকু সুযোগ সেখানে আছে, তা সংরক্ষণে ইউএসএআইডি সংবাদ মাধ্যমের অবনতিশীল পরিস্থিতি সত্ত্বেও স্বাধীন সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের তথ্যের অবাধ ধারা বজায় রাখতে তাদের অনুদান দিচ্ছে।

ইউএসএআইডির অংশীদাররা গণতান্ত্রিক ভবিষ্যতের উন্নয়নে তাদের শান্তিপূর্ণ সংগ্রামকে উজ্জীবিত করতে গণতন্ত্রপন্থী কর্মী, মানবাধিকার রক্ষাকারী, সাংবাদিক এবং জাতিগোষ্ঠীগত সংখ্যালঘুদের তৈরি করতে স্থানীয় সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ইউএসএআইডি এসব পদক্ষেপের মাধ্যমে, মানবাধিকার লঙ্ঘনের প্রতিক্রিয়া জানাতে এবং ভবিষ্যতের ব্যাপক নৃশংসতা রোধ করতে সুশীল সমাজকে প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সজ্জিত করতে সহায়তা করছে।

সামরিক অভ্যুথান, সামরিক সহিংসতা এবং সকল শ্রেণীর মানুষ যারা বার্মার সামরিক বাহিনীর নৃশংস দমন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তার প্রতি ধিক্কার জানাতে ইউএসএআইডি বিশ্বের সঙ্গে কন্ঠ মিলিয়েছে। বার্মার জনগণের স্বাধীনতা পুনরুদ্ধারে জনগণের সহায়তায় ইউএসএআইডি নতুন নতুন সুযোগের সৃষ্টি করবে ।

[[এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে]]

XS
SM
MD
LG