Accessibility links

Breaking News

সংযুক্ত আরব আমিরাতে বোকো হারামের সমর্থকদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


ফাইল ছবি বোকো হারামের হামলায় মাইদাগুরিতে বিক্ষত একটি গাড়ি চ সাধারণ মানুষ দেখছেন , ২৪ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি বোকো হারামের হামলায় মাইদাগুরিতে বিক্ষত একটি গাড়ি চ সাধারণ মানুষ দেখছেন , ২৪ ফেব্রুয়ারি ২০২১

বোকো হারাম হলো নাইজেরিয়াভিত্তিক একটি সহিংস সন্ত্রাসী দল। নাইজেরিয়ার সরকারকে উৎখাত করার জন্য এবং দেশটিকে নিজেদের ব্যাখ্যাকৃত ইসলামি আইনের অধীনে পরিচালনার জন্য দলটি বছরের পর বছর ধরে প্রচারণা চালাচ্ছে। উত্তর-পূর্ব নাইজেরিয়ার ঘাঁটি থেকে ২০০৯ সাল থেকে দলটি প্রতিবেশী ক্যামেরুন, চাদ ও নিজারে হামলা চালিয়ে আসছে। বোকো হারাম চরম সহিংসতা ও বর্বরতার জন্য কুখ্যাত। দলটি এ পর্যন্ত হাজার হাজার মানুষকে হত্যা করেছে, লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং লেক চাদ অঞ্চলে মানবিক সংকট আরও বাড়িয়ে দিয়েছে।

অন্য যেকোনো সন্ত্রাসী দলের মতোই তাদের কার্যকলাপ পরিচালনায় বোকো হারামেরও অর্থের প্রয়োজন। সেই কারণে দলটি একটি নেটওয়ার্ক সেল পরিচালনা করে, যে সেলের সদস্যদের দায়িত্ব তহবিল সংগ্রহ করা।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিস বা ওএফএসি ২৫ মার্চ ছয় ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যারা সংযুক্ত আরব আমিরাতে একটি তহবিল সংগ্রহের সেল স্থাপন করেছিল। সংযুক্ত আরব আমিরাতের আদালত সন্ত্রাসবাদে সমর্থন করার জন্য ওই ব্যক্তিদের দোষী সাব্যস্ত করার পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপটি নেয়।

নাইজেরিয়ার নাগরিক আবদুর রহমান আদো মুসা, সালিহু ইউসুফ আদামু, বশির আলী ইউসুফ, মুহাম্মদ ইব্রাহিম ইসা, ইব্রাহিম আলী আলহাসান ও সুরাজো আবুবকর মুহাম্মাদকে নির্বাহী আদেশ, সংশোধনী ১৩২২৪ অনুসারে বোকো হারামকে বস্তুগত বা আর্থিকভাবে সহায়তা, পৃষ্ঠপোষকতা, সমর্থন বা পণ্য বা পরিষেবার মাধ্যমে সহায়তা করার দায়ে বিশেষভাবে মনোনীত নাগরিক এবং নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় যুক্ত করা হয়েছে।

গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে এই ছয়জনের বিচার হয়। তাদের দুবাই থেকে নাইজেরিয়ার বোকো হারামে ৭ লাখ ৮২ হাজার ডলার পাচারের জন্য দোষী সাব্যস্ত করা হয়। সালিহু ইউসুফ আদামু ও সুরাজো আবুবকর মুহাম্মাদকে সংযুক্ত আরব আমিরাতের সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অন্য চারজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পরে তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে।

ওএফএসি এই ব্যক্তিদের তালিকাভুক্ত করেছে, যাতে তাদের কোনো তহবিল সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য ব্যবহার করা না হয়।

যুক্তরাষ্ট্রের এখতিয়ারের অধীনে থাকা যে সমস্ত সম্পত্তিতে এই ব্যক্তিদের কমপক্ষে ৫০ শতাংশ অংশ রয়েছে সেগুলো অবরুদ্ধ করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের তাদের সঙ্গে কোনো লেনদেনে জড়িত হওয়া নিষিদ্ধ করেছে।

ট্রেজারি বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেছেন, “এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সন্ত্রাসী অর্থায়ন নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করার প্রক্রিয়ায় যোগ দিয়েছে”। ট্রেজারি বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যকলাপের আর্থিক সহায়তাকারীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। আমরা এই বোকো হারাম দলের ওপর বহুপক্ষীয় পদক্ষেপকে স্বাগত জানাই, যাতে দলটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে আর কোনো তহবিল পাচার করতে সক্ষম না হয়”।

[এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হয়েছে]


XS
SM
MD
LG