১৬ মে তারিখে সোমালিয়ার জনগণ হাসান শেখ মোহামাদকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন। এই নির্বাচন এক দীর্ঘ ও বিলম্বিত প্রক্রিয়ার চূড়ান্ত পরিণতি। দেশটির প্রেসিডেন্টের চার বছরের মেয়াদ ২০২১ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাওয়ার পরও তিনিই সোমালিয়া শাসন করে আসছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, “সোমালিয়ার জাতীয় নির্বাচনী প্রক্রিয়ার সমাপ্তিতে যুক্তরাষ্ট্র সোমালিয়ার জনগণকে অভিনন্দন জানাচ্ছে। ফেডারেল রিপাবলিক অফ সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমরা হাসান শেখ মোহামাদকেও অভিনন্দন জানাই এবং তার ও তার নতুন সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা করি।”
চার বছর ধরে রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের ফলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষিত হয়ে আসছে। সোমালিয়ার উন্নয়নের ক্ষেত্রে জাতীয় সরকার ও অঙ্গরাজ্যগুলোকে দ্রুত আপোষে আসতে হবে এবং সোমালিয়ার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোকে একজোট হয়ে মোকাবেলা করতে হবে। দুইটি সমস্যা দ্রুততার সাথে মোকাবেলা করতে হবে বলে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিনডা টমাস-গ্রীনফিল্ড উল্লেখ করেন।
প্রথমটি হল, আল শাবাব সন্ত্রাসী সংগঠনের হুমকি নির্মূল করার প্রয়োজনীয়তা।
“সোমালিয়ার নিরাপত্তা, এবং ঐ অঞ্চলের নিরাপত্তা নির্ভর করে যে আমরা সন্ত্রাস মোকাবেলা করতে আমাদের হাতে থাকা সকল অস্ত্র ব্যবহার করছি কিনা। তার অর্থ হল [দ্য আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশন ইন সোমালিয়া, বা] এটিএমআইএস-কে সহায়তা প্রদান করা। এর অর্থ হল সোমালিয়ার নিষেধাজ্ঞা ব্যবহার করে আল-শাবাব জঙ্গীদের চিহ্নিত করা যারা এখনও অব্যাহতভাবে সোমালিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে রয়েছে। এবং এর অর্থ হল সেই ভয়ানক অমানবিক পরিস্থিতির উন্নয়ন করা যা চরমপন্থা উস্কে দেয়।
দ্বিতীয় মারাত্মক চ্যালেঞ্জ যা নতুন সরকারকে অবশ্যই মোকাবেলা করতে হবে তা হল, চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার ফলে আশু মানবিক বিপর্যয়ের বিষয়টি, যার প্রতিক্রিয়া পড়েছে সোমালিয়ার ৬০ লক্ষেরও বেশি মানুষের উপর। এই প্রতিক্রিয়া হয়েছে খাদ্যদ্রব্যের আকাশচুম্বী মূল্যের কারণে এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ইচ্ছাকৃত নির্মম যুদ্ধের কারণে, যা কিনা গম ও অন্যান্য খাদ্য সোমালিয়ায় পৌঁছানো বাধাগ্রস্ত করছে এবং যা দেশটিকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিতে পারে।
রাষ্ট্রদূত টমাস-গ্রীনফিল্ড বলেন, “হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকা শৃঙ্গ অঞ্চলের মানবিক চাহিদা মেটানোর জন্য [এপ্রিলে] যুক্তরাষ্ট্র আরও ২০ কোটি ডলারের অতিরিক্ত সহায়তার ঘোষণা দিয়েছে।”
তিনি বলেন, “মানবিক পরিস্থিতিটির সাথে সোমালিয়ার অর্থনৈতিক সুস্বাস্থ্য সরাসরি জড়িত, যা কিনা হেভিলি ইনডেটেড পুওর কান্ট্রিজ ইনিশিয়েটিভ সম্পন্ন করার শর্ত পূরণের তাদের সামর্থ্যের উপর নির্ভর করবে।”
পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, “সোমালিয়ার কাছে এখন সোমালিয়ার মানুষের স্বার্থ এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক, অর্থনৈতিক, ও নিরাপত্তা সংস্কারের সুযোগ রয়েছে।” তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, ও উন্নত সোমালিয়ায় আমাদের অভিন্ন উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে সোমালিয়ার নেতাদের সাথে সহযোগিতার … বিষয়ে প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।”
[এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হয়েছে]