Accessibility links

Breaking News

জাতীয় হিস্প্যানিক ঐতিহ্য মাস ২০২২


ওয়াশিংটনে কংগ্রেসানাল হিস্প্যানিক ককাস ইনস্টিটিউটের ৪৫ তম উত্সবে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন ( ফাইল ছবি)
ওয়াশিংটনে কংগ্রেসানাল হিস্প্যানিক ককাস ইনস্টিটিউটের ৪৫ তম উত্সবে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন ( ফাইল ছবি)

প্রতিবছর ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যবর্তী ত্রিশদিন যুক্তরাষ্ট্র জাতীয় হিস্প্যানিক ঐতিহ্য মাস পালন করে। এটি একটি মাসব্যাপী সুযোগ, সেসকল আমেরিকানদের সম্মানিত করার যাদের শিকড় হল স্পেন, মেক্সিকো, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, এবং মধ্য ও দক্ষিণ আমেরিকা্, তাদের ইতিহাস সম্পর্কে জানার এবং প্রতিটি গোষ্ঠীর সংস্কৃতি, সঙ্গীত, ও খাবার এর বিভিন্ন ও বৈচিত্র্যময় দিকগুলো থেকে আনন্দ লাভ করার।

এক মাসের মধ্যভাগ থেকে পরের মাসের মধ্যভাগ পর্যন্ত মাসটি পালনের তারিখ নির্ধারণ করা বেশ অদ্ভূত লাগতে পারে। কিন্তু এর যথার্থ কারণ রয়েছে: ১৫ সেপ্টেম্বর মধ্য-আমেরিকার পাঁচটি দেশের স্বাধীনতা দিবস – গুয়াতেমালা, এল সালভাদোর, হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকা। অপরদিকে ১৬ সেপ্টেম্বর মেক্সিকোর স্বাধীনতা দিবস।

১৯৬৮ সালে সর্বপ্রথম প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন একটি জাতীয় হিস্প্যানিক ঐতিহ্য সপ্তাহের ঘোষণা দেন। দুই দশক পর প্রেসিডেন্ট রনাল্ড রেগ্যান এই ‍উদযাপনটিকে পুরো এক মাস পর্যন্ত সম্প্রসারিত করেন।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “জাতীয় হিস্প্যানিক ঐতিহ্য মাসে আমরা উপলব্ধি করি যে হিস্প্যানিক ঐতিহ্য হল আমেরিকান ঐতিহ্য।”

অবশ্যই হিস্প্যানিক ঐতিহ্যবাহী মানুষজন যুক্তরাষ্ট্রে এক গভীর প্রভাব রেখেছেন, আমাদের জাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, এবং এখনও প্রতিদিনই তা করে চলেছেন।

"আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা সেটা লক্ষ্য করি: শিল্প ও সংস্কৃতি। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইরত স্বাস্থ্যকর্মী। কূটনীতিক। সামরিক বাহিনীর সদস্য যারা আমাদের দেশের সেবা করছেন। শিক্ষাবিদ যারা আমাদের সন্তানদের শিক্ষাদান করছেন। এবং সে সকল সম্মুখসারির যোদ্ধা যারা এই মহামারীর মধ্যে আমাদের দেশের ভার বহন করে নিয়ে এসেছেন। … আমরা আমাদের দেশে লাতিনোদের অবদান উদযাপন করছি। আমরা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আমাদের প্রতিবেশীদের সাথে কাজ করতে নিজেদের পুনরায় নিয়োজিত করছি, যাতে করে একটি নিরাপদ, উন্নয়নশীল ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।”

প্রেসিডেন্ট বাইডেন বলেন, “জাতীয় হিস্প্যানিক ঐতিহ্য মাস একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা মনে করিয়ে দেয় যে আমরা আমাদের অভিবাসী ইতিহাস থেকে কতটা শক্তি সঞ্চার করি এবং অভিবাসীদের একটি দেশ হিসেবে আমাদের মূল্যবোধগুলো কি।”


[এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হয়েছে]

XS
SM
MD
LG