Accessibility links

Breaking News

আফগানিস্তানের জনগণকে সহায়তা করতে তহবিল প্রতিষ্ঠা করল যুক্তরাষ্ট্র ও সহযোগীরা


আফগানিস্তানে সমস্যা জর্জরিত অর্থনীতি
আফগানিস্তানে সমস্যা জর্জরিত অর্থনীতি

সুইজারল্যান্ডের সরকার ও আফগান অর্থনৈতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের মানুষের কল্যাণে একটি তহবিল বা একটি “আফগান তহবিল” প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

চলমান অর্থনৈতিক ও মানবিক সংকটের মধ্যে আফগানিস্তানের মানুষকে সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ রয়েছে। নির্বাহী আদেশ ১৪০৬৪ অনুযায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, আফগান কেন্দ্রীয় ব্যাংকের ৩৫০ কোটি ডলারের রিজার্ভটি, তালিবানের নাগালের বাইরে রেখে, আফগানিস্তানের মানুষের কল্যাণে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছেন। আফগানিস্তানের অর্থনীতিতে আরও স্থিতিশীলতা আনতে ঐ ৩৫০ কোটি ডলার থেকে আফগান তহবিলটি নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী অর্থ বিতরণ করবে।

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী, ওয়েন্ডি শেরম্যান বলেন, “আফগানিস্তানের মানুষজন কয়েক দশকের সংঘাত, ব্যাপক খরা, কোভিড-১৯, ও সর্বব্যাপী দূর্নীতির ফলে সৃষ্ট মানবিক ও অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়ে রয়েছে।” আফগান তহবিল প্রতিষ্ঠার মধ্য দিয়ে, “যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগীরা গুরুত্বপূর্ণ, বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছে, যাতে এটি নিশ্চিত করা যায় যে, আফগানিস্তানের মানুষের জন্য ভোগান্তি কমাতে ও অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে অতিরিক্ত সম্পদ ব্যবহার করা যায়, এবং একইসাথে তালিবানকে জবাবদিহিতার সম্মুখীন করা অব্যাহত রাখা যায়।”

যুক্তরাষ্ট্রের ট্রেজারির ডেপুটি সেক্রেটারি, ওয়ালি আডেয়েমো বলেন, “আফগানিস্তানের দীর্ঘদিনের চ্যালেঞ্জগুলো তালিবানের নিপীড়ন ও অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য আরও বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে এমন কর্মকাণ্ড রয়েছে যা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা হ্রাস করেছে এবং এই তহবিলের আফগানিস্তানে প্রত্যাবর্তনকে অগ্রহণযোগ্য করে তুলেছে। এই তহবিলের মাধ্যমে, আফগানিস্তানের সাধারণ মানুষের জীবন উন্নয়নে এই সম্পদ ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের আন্তর্জাতিক সহযোগীদের সাথে নিবিড়ভাবে কাজ করবে।”

\উপ-পররাষ্ট্রমন্ত্রী শেরম্যান উল্লেখ করেন, “যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই মানবিক সহায়তার সবচেয়ে বড় দাতা।” তিনি আরও বলেন, “প্রাথমিক পরিষেবা ও অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে সহায়তার জন্য ১০০ কোটি ডলার অবমুক্ত করতে, আমরা বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সাথে কাজ করেছি। এছাড়াও তালিবানকে তহবিলের সুবিধা নিতে না দিয়ে, আফগানিস্তানের মানুষকে সহায়তা করতে বাস্তবায়নকারী সহযোগীদের কাছে সরাসরি মানবিক সহায়তার জন্য অতিরিক্ত ৮১ কোটি ৪০ লক্ষ ডলার প্রদান করা হয়েছে। এখন আফগান তহবিলটি আফগানিস্তানের মানুষের পক্ষে আমাদের চলমান কূটনৈতিক ও মানবিক প্রচেষ্টার অংশ হয়ে উঠবে।”

[এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হয়েছে]

XS
SM
MD
LG