Accessibility links

Breaking News

ইউক্রেন যুদ্ধের মুখে ঐক্যবদ্ধ রয়েছে নেটো


নেটো বৈঠক
নেটো বৈঠক

নেটোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জুলিয়ান স্মিথ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ঘোষণা করেন, “নেটো জোটের অবস্থা আজ উল্লেখযোগ্যভাবে শক্তিশালী, নেটো সম্ভবত আজ পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে।”

“আমরা জোটের ইতিহাসের এমন একটি মুহূর্তে আছি যেখানে নেটোর ভূখণ্ড থেকে খুব বেশি দূরে নয় এমন একটি যুদ্ধ দ্বারা জোটকে চ্যালেঞ্জ করা হচ্ছে। কিন্তু গত এক বছরে মিত্ররা যেভাবে একত্রিত হয়েছে তা উল্লেখ করার চেয়ে কম কিছু নয়। ”

রাষ্ট্রদূত স্মিথ বলেছেন, মিত্ররা একাধিক উপায়ে তাদের প্রতিরক্ষা সক্রিয় করেছে।

“মিত্ররা সর্বপ্রথম এবং সর্বাগ্রে নেটোর পূর্বদিকের অংশকে শক্তিশালী করার জন্য একত্রিত হয়েছে। পূর্বদিকের অংশকে শক্তিশালী করার উদ্দেশ্য, এটি নিশ্চিত করা যে, পূর্ব ইউরোপে তাদের সদস্যদের এই মুহূর্তে নিরাপদ এবং নিশ্চিত বোধ করার জন্য যা প্রয়োজন তা আছে। দ্বিতীয়ত, স্বতন্ত্র মিত্ররা ইউক্রেনের জনগণকে সমর্থন করতে এবং ইউক্রেনের সামরিক বাহিনীকে সমর্থন করার জন্য একত্রিত হয়েছে। এবং তৃতীয়ত, ট্রান্স-আটলান্টিক মিত্ররা মস্কোর ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের জন্য তাদের প্রচেষ্টায় একত্রিত হয়েছে।”

রাষ্ট্রদূত স্মিথ বলেছেন, “ইউক্রেনের প্রতি নেটোর সমর্থন জোরালো এবং এটি এখনও তেমনি শক্তিশালী যেমনটি ছিল রাশিয়ার যুদ্ধ শুরুর দিনটিতে।

“আমি মনে করি সেখানকার কিছু ব্যক্তি, বিশেষ করে প্রেসিডেন্ট পুতিন, ভেবেছিলেন ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন বা ইউক্রেনের প্রতি নেটোর সমর্থন কোনোভাবে হ্রাস পাবে। তবে তেমনটি মোটেই ঘটেনি। মিত্ররা সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনরুদ্ধার এবং পুনরায় নিশ্চিত করার জন্য একত্রিত হয়েছে। মিত্ররা মৌলিকভাবে বুঝতে পারছে যে, কোন বিষয়টি ঝুঁকিতে রয়েছে। তারা বুঝতে পারছে যে, ইউক্রেনের সামরিক বাহিনী কেবল তাদের নিজস্ব অঞ্চল রক্ষার জন্য লড়াই করছে না, ইউক্রেনের সামরিক বাহিনী সেই মূল্যবোধ রক্ষার জন্য লড়াই করছে যা নেটো মিত্রদের প্রিয় এবং তারাও তা রক্ষা করতে চায়।”

রাষ্ট্রদূত স্মিথ ঘোষণা করেন, “আমি জোটের ঐক্য বাতিল হওয়ার কোনো লক্ষণ দেখছি না।” “আমি দেখছি না যে কোনো নেটো মিত্রই জোট থেকে বের হওয়ার চেষ্টা করছে । পুরোপুরি বিপরীতভাবে, আমি যা দেখছি তা হলো যতদিন সময়ই লাগুক মিত্ররা এতে সম্পৃক্ত থাকবে এবং তারা ইউক্রেনের জনগণ ও ইউক্রেনের অভ্যন্তরে থাকা সামরিক বাহিনী যারা ইউক্রেনের আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা করছে উভয়কেই সমর্থন করে যাবে।”

এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হয়েছে

XS
SM
MD
LG