Accessibility links

Breaking News

ইউক্রেনে যুদ্ধাপরাধ ও অন্যান্য নৃশংসতার জন্য দায়বদ্ধতা থাকতে হবে


 ইউক্রেনের ডনবাস এলাকায় রুশ আক্রমণের নৃশংস দৃশ্য
ইউক্রেনের ডনবাস এলাকায় রুশ আক্রমণের নৃশংস দৃশ্য

ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের সার্বিক ও পূর্ণ মাত্রার আগ্রাসনের ফলে মানুষকে ভয়াবহ মূল্য দিতে হয়েছে। সম্প্রতি এক সংবাদ ব্রিফিং‘এ এমনটাই জানিয়েছেন গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস বিষয়ক যুক্তরাষ্ট্রের দূত বেথ ভ্যান চাক। তিনি বলেন,''হাজার হাজার অসামরিক নাগরিকের হত্যা আমরা দেখেছি। লক্ষ লক্ষ ইউক্রেনীয় নাগরিককে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। অনেকেই এখন ভিন দেশে উদ্বাস্তু। ধুলিসাত্ হয়ে গিয়েছে ঐতিহাসিক শহরগুলি।''

কোনও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়া সরকারের এমন আগ্রাসনমূলক যুদ্ধে লঙ্ঘিত হয়েছে জাতিসংঘের সনদ। রাশিয়া বাহিনীর সদস্যরা যুদ্ধপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করেছে। এরই সঙ্গে রয়েছে হত্যা, ধর্ষণ, অত্যাচার, অন্যান্য রুশ কর্মকর্তাদের পাশাপাশি শিশুসহ ইউক্রেনের জনগণকে নির্বাসন দেওয়ার অপরাধ।

যুক্তরাষ্ট্রের দূত ভ্যান চাক জানিয়েছেন,''পর্বতসমান প্রমাণ রয়েছে যে, ইউক্রেনের প্রতিটি অঞ্চল, যেখানেই রাশিয়ার বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানেই এই গণনিগ্রহ চালানো হচ্ছে।''

তিনি ঘোষণা করেছেন,''কেবল যুদ্ধের ময়দানে জেতার চেয়ে যুদ্ধজয় অনেক বেশি কিছু। এর অন্য অর্থ হল, ন্যায়ের জন্য লড়াইয়ে জয়লাভ।'' অপরিহার্য বিষয় হল, আন্তর্জাতিক গোষ্ঠীর নজরে রয়েছে সুবিচার ও দায়বদ্ধতার দিকটি।

রাষ্ট্রদূতের মতে, ইউক্রেনে যুদ্ধাপরাধ ও অন্যান্য নিগ্রহের তদন্ত করতে বর্তমানে তিনটি কার্যকরী ও প্রায়োগিক পথ রয়েছে। প্রথমত, ইউক্রেনের নিজস্ব আদালত এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইতোমধ্যে ৭০ হাজারের বেশি সম্ভাব্য যুদ্ধাপরাধ ও অন্যান্য নৃশংস কর্মকাণ্ড নথিভুক্ত করেছেন। নথি সংরক্ষণ ও তথ্য-প্রমাণ বিশ্লেষণে সাহায্য করতে বিশেষজ্ঞ পাঠিয়ে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন প্রতিষ্ঠিত 'দ্য অ্যাট্রোসিটি ক্রাইম অ্যাডভাইসরি গ্রুপ'।

দ্বিতীয় পথ হল, আন্তর্জাতিক অপরাধ আদালত। আইসিসি এর সঙ্গে যুক্ত কারণ, ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ক্রাইমিয়া দখল করে তখন থেকে ইউক্রেনে যে সব অপরাধ ঘটানো হয়েছে বলে অভিযোগ, সেই বিষয়ে বিচারের এখতিয়ার আইসিসিকে দিয়েছে ইউক্রেন।

পরিশেষে , ভ্যান চাক বলেছেন, বিশ্বজনীন বিচারব্যবস্থার নীতি-আদর্শ মোতাবেক ইউক্রেনে ঘটা যুদ্ধপরাধ ও অন্যান্য নৃশংসতার তদন্ত শুরু করছে গোটা বিশ্বের দেশীয় আদালতগুলি, বিশেষত ইউরোপে। প্রসঙ্গত, কোনও দেশের ভৌগোলিক সীমার বাইরে ঘটা অপরাধের বিচার করার অনুমতি দেওয়া হয়েছে ওই নীতিতে।

রাষ্ট্রদূত ভ্যান চাক বলেছেন,''ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এক গভীর নৈতিক সমস্যাকে তুলে ধরেছে যার মোকাবিলা করা দরকার আন্তর্জাতিক গোষ্ঠীকে। আমাদের যদি জোরালো জবাবদিহির ব্যবস্থা থাকে, কেবলমাত্র তখনই প্রতিরোধমূলক প্রভাব সর্বোচ্চ হবে। এর ফলে, রাষ্ট্রপতি পুতিন যা করেছেন তেমনভাবে বিশ্বের অন্যান্য নেতারা আগ্রাসী যুদ্ধ শুরু করার আগে দু'বার ভাববেন।''

এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের অভিমত ব্যক্ত হয়েছে

XS
SM
MD
LG