Accessibility links

Breaking News

সিরিয়াবাসীর মানবিক ও রাজনৈতিক প্রয়োজনকে সমর্থন করা উচিত নিরাপত্তা পরিষদের


আন্ডার-সেক্রেটারি-জেনারেল মার্টিন গ্রিফিথস ( ফাইল ছবি)
আন্ডার-সেক্রেটারি-জেনারেল মার্টিন গ্রিফিথস ( ফাইল ছবি)

জাতিসংঘের তথ্য অনুযায়ী, তুরস্ক ও সিরিয়ায় ফেব্রুয়ারিতে ঘটা ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষ মারা গিয়েছে। সিরিয়াতে প্রাণ হারিয়েছে ৬ হাজারের বেশি মানুষ ; কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ ; আশেপাশের গোটা এলাকাই ধ্বংস হয়ে গিয়েছে।

সিরিয়ায় সাম্প্রতিক মানবিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে দেয়া বিবরণে মানবিক বিষয় সংক্রান্ত আন্ডার-সেক্রেটারি-জেনারেল মার্টিন গ্রিফিথস উল্লেখ করেন, সিরিয়ায় ৬ ফেব্রুয়ারির ভূমিকম্প ১২ বছরের নৃশংস দ্বন্দ্বজনিত গুরুতর বঞ্চনাকে বৃদ্ধি করেছে, প্রায় ৫৩ লক্ষ সিরিয়াবাসীর প্রাথমিক আশ্রয় ও খাদ্য-ব্যতীত অন্যান্য সহযোগিতার দরকার হয়ে পড়েছে। ১৪ ফেব্রুয়ারি, জাতিসংঘ সিরিয়ার মানুষের জন্য ৩৯ কোটি ৭০ হাজার ডলারের ফ্ল্যাশ আবেদন করেছে, যাতে তিন মাস নির্বাহ করা যায়।

যুক্তরাষ্ট্রের বিশেষ রাজনৈতিক বিষয়ের বিকল্প প্রতিনিধি রবার্ট উড অবহিত করেন, তুরস্ক ও সিরিয়ার মানুষের জন্য এ পর্যন্ত ১৮ কোটি ৫০ লক্ষ ডলার মানবিক সাহায্যের কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আল রাই, বাব আল-সালাম ও বাব আল-হাওয়া ক্রসিং দিয়ে জাতিসংঘের মানবিক সাহায্যের চলাচল অব্যাহত থাকার সংবাদকে স্বাগত জানিয়েছেন তিনি এবং গোটা সিরিয়ায়, বিশেষত উত্তর-পশ্চিমে জরুরি পরিষেবা পৌঁছে দিতে সিরিয়ার নাগরিক সমাজ-গোষ্ঠী ও এনজিওগুলির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

রাষ্ট্রদূত উড উল্লেখ করেছেন,''তবে, ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় মানবিক সংকট তিন সপ্তাহ আগে শুরু হয়নি : জাতিসংঘের সাহায্য ও সংযোগের প্রয়োজনীয়তা, বিশেষত উত্তর-পশ্চিম সিরিয়াতে, কয়েক বছর ধরে পীড়াদায়কভাবে হলেও স্পষ্ট হয়েছে।''

রাষ্ট্রদূত উড জোর দিয়ে বলেছেন, যাঁদের সাহায্যের প্রয়োজন তাঁদের কাছে মানবিক সহযোগিতা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে নিরাপত্তা পরিষদের সদস্যদের। আসাদ সরকার ও অন্যান্য কুশীলবরা জীবনদায়ী সাহায্য-পণ্য সরিয়ে ফেলছে, এমন ' উদ্বেগজনক প্রতিবেদনে ‘ কথা তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত উড এই বক্তব্যকে বাতিল করে দিয়েছেন যে, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অনুমোদন মানবিক সাহায্য সরবরাহে বাধা সৃষ্টি করছে। তাঁর কথায়,''সিরিয়ার উপর যুক্তরাষ্ট্রের অনুমোদন সেই ব্যক্তি ও সত্তাকে নিশানা করছে যারা সিরিয়ার মানুষকে এক দশকের বেশি সময় ধরে অত্যাচার করেছে।''

সিরিয়ার মানবিক পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদ যেহেতু যথার্থভাবে ভাবিত, রাষ্ট্রদূত উড বলেন, রাজনৈতিক প্রক্রিয়াকে সহায়তা দিতে নিরাপত্তা পরিষদের আরও বেশি পরিমাণে করতে পারা ও করতে থাকা উচিত।

তিনি ঘোষণা করেন,''রাশিয়ার খামখেয়ালি দাবির কারণে সাংবিধানিক কমিটি অচল হয়ে রয়েছে। জাতিসংঘের পৃষ্টপোষকতায় সিরীয়-নেতৃত্বাধীন, সিরীয়দের নিজস্ব এক রাজনৈতিক প্রক্রিয়াতে আমরা সবাই পুনরায় অঙ্গীকারবদ্ধ হই। দীর্ঘস্থায়ী পদক্ষেপে এবং অকৃত্রিমভাবে এক রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আমরা সরকারকে আহ্বান করি যা সিরিয়াবাসীদের সাহায্য করবে।''

এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের অভিমত ব্যক্ত হয়েছে

XS
SM
MD
LG