গণতন্ত্র বিষয়ক জাতীয় লীগ বা এনএলডি সহ ৪০টি রাজনৈতিক দলকে ভেঙে দেওয়ার জন্য বর্মার সামরিক সরকারকে তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্র।
২০২০ সালের নির্বাচনে নিশ্চিত জয় লাভ করেছিল এনএলডি, কিন্তু ২০২১ সালে সামরিক বাহিনী অভ্যুত্থান ঘটায় এবং নির্মম অভিযান চালিয়ে তাদের শাসনের বিরুদ্ধে প্রতিবাদকে দমন করেছিল। অং সান সু চি সহ বিশিষ্ট নির্বাচিত নেতারা এবং পদচ্যুত রাষ্ট্রপতি উইন মিন বর্তমানে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা অভিযোগে বর্মার এক কারাগারে জেল খাটছেন; অন্যান্য অনেক এনএলডি সদস্যকে কারারুদ্ধ করা হয়েছে।
এই ৪০টি রাজনৈতিক দলকে ভেঙে দেওয়ার পিছনে সামরিক সরকারের কথিত যুক্তিই তাদের নতুন আইন মোতাবেক সাধারণ নির্বাচন নথিবদ্ধ করতে না পারার ব্যর্থতাকে প্রকট করে তোলে। এই নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এনএলডি জানিয়েছে, তারা নথিবন্ধন করবে না কারণ, নির্বাচন কর্তৃপক্ষ স্থাপিতই হয়েছে দেশের 'বেআইনি সামরিক পরিষদে'র দ্বারা।
পররাষ্ট্র দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন,''বর্মার সকল অংশীদারদের অংশগ্রহণ ছাড়া কোন নির্বাচনই হবে না এবং একে অবাধ ও মুক্ত হিসেবে বিবেচনা করা যেতে পারে না। সেই সঙ্গে, সামরিক শাসনের প্রতি ব্যাপক বিরোধীতা থাকায় নির্বাচনের জন্য সরকারের একপাক্ষিক উদ্যমে সম্ভাব্য অস্থিতিশীলতা বাড়িয়ে তুলবে।''
বর্মার নাগরিকদের এই অস্থিতিশীলতার প্রয়োজন নেই। মর্মান্তিক বিষয় হল, দুই বছর আগে অভ্যুত্থান ও সরকার কর্তৃক কঠোর ব্যবস্থা গ্রহণের ফলে ৩ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে; প্রায় ১৭ হাজার মানুষকে আটক করা হয়েছে; এবং ১৩ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বর্মা সম্পর্কে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের সাম্প্রতিকতম মানবাধিকার রিপোর্টে উল্লেখ করা হয়েছে,''এই সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা নৃশংসতা চালিয়ে যাচ্ছে এবং গোটা দেশজুড়ে অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে চলেছে।''
সাধারণ নির্বাচনের আগে কয়েক ডজন রাজনৈতিক দলকে ভেঙে দেওয়া সংক্রান্ত সরকারের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নিন্দার মুখে পড়েছে। জাপান জানিয়েছে, তারা 'গুরুতরভাবে উদ্বিগ্ন' যে, এই পদক্ষেপ 'পরিস্থিতিকে উন্নত করার প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলবে।'' সরকারের এই ক্রিয়াকলাপকে ফ্রান্স ''মত-প্রকাশ ও সমাবেশের স্বাধীনতার ক্ষেত্রে আরও এক কদম পিছিয়ে যাওয়া'' বলে অভিহিত করেছে। যুক্তরাজ্য একে '[বর্মী] মানুষদের অধিকার ও স্বাধীনতার উপর আক্রমণ' হিসেবে বর্ণনা করেছে।
দুই বছর আগে, বর্মার কয়েক দশকব্যাপী ও তীব্র সংগ্রামের পর গণতান্ত্রিক অগ্রগতিতে বাধা দিয়েছিল সামরিক বাহিনী। বর্মার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের যে দায়বদ্ধতা তা থেকে তারা নড়বে না এবং পররাষ্ট্র দফতরের মুখপাত্র প্যাটেল যেমনটা ঘোষণা করেছেন,''বর্মাতে যারা প্রকৃত ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কাজ করে চলেছে তাদের উদ্যোগে সমর্থন জারি রাখবে'' যুক্তরাষ্ট্র।
এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের অভিমত ব্যক্ত হয়েছে।