Accessibility links

Breaking News

যুক্তরাষ্ট্র সুরক্ষা দেবে নিজস্ব বাহিনীকে


পেন্টাগনের প্রেস সচিব ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার। ফাইল ছবি
পেন্টাগনের প্রেস সচিব ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার। ফাইল ছবি

উত্তর-পূর্ব সিরিয়ায় জোটের ঘাঁটির কাছে ভয়াবহ ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের এক কন্ট্রাক্টরকে হত্যা, পরিষেবাকর্মে নিয়োজিত পাঁচ সদস্য ও আরও এক যুক্তরাষ্ট্রীয় কন্ট্রাক্টরকে আহত করার পর সিরিয়ায় ইরান- সম্পৃক্ত গোষ্ঠীগুলির বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কম্যান্ড বাহিনী ২৩ মার্চের ড্রোন হামলার (ইরানের মদদপুষ্ট বাহিনীর বেশ কয়েকটি পর-পর হামলার ) পাল্টা জবাব দিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীর ব্যবহৃত উপকরণের উপর সুনির্দিষ্ট আক্রমণের মাধ্যমে। অটোয়াতে এক প্রেস বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট বার্তা দিয়েছিলেন : ''কোনও ভুল করবেন না। যুক্তরাষ্ট্র চায় না ইরানের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে, আমি জোর দিয়ে বলছি—চায় না, কিন্তু আমাদের জনগণকে রক্ষা করতে আমাদের পক্ষ থেকে জোরালো পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন।''

পেন্টাগনের প্রেস সচিব ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, কেন্দ্রীয় কম্যান্ড বাহিনীর সুনির্দিষ্ট হামলার 'অভিপ্রায় ছিল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নিরাপত্তা দেওয়া ও রক্ষা করা। তীব্রতা-বৃদ্ধির ঝুঁকিকে সীমাবদ্ধ রাখতে ও ক্ষয়ক্ষতি কমাতে যুক্তরাষ্ট্র সামঞ্জস্যপূর্ণ ও সুচিন্তিত পদক্ষেপ নিয়েছে।''

যুক্তরাষ্ট্র বাহিনী ও উপকরণের উপর সাম্প্রতিক হামলার আগে হাউজ আর্মড সার্ভিসেস কমিটিতে ২৩ মার্চের সাক্ষ্যপ্রমাণের সময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কম্যান্ডের কমান্ডার জেনারেল মাইকেল 'এরিক' কুরিল্লা জানিয়েছিলেন, ২০২১ সালের শুরু থেকে ইরানের মদদপুষ্ট বাহিনী সিরিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের বাহিনীকে ৭৮ বার আক্রমণ করেছে। জেনারেল কুরিল্লা আরও বলেন,''ইরান সরকারের হাতে এই মুহূর্তে রয়েছে এই অঞ্চলের বৃহত্তম ও সবচেয়ে ক্ষমতাশালী আনম্যানড এরিয়াল ভেহিকেল (ইউএভি) বাহিনী। ইরাক কিংবা সিরিয়াতে এই ইউএভি বা রকেট আমাদের বাহিনীকে আক্রমণ করতে সক্ষম।''

সিরিয়াতে যুক্তরাষ্ট্রের প্রায় ৯০০ জন সৈন্য রয়েছে যাদের লক্ষ্য হল, আইএসআইএস’এর স্থায়ী পরাজয়কে সুনিশ্চিত করা। ব্রিগেডিয়ার জেনারেল রাইডার বলেন,''দুর্ভাগ্যবশত, এই পরিস্থিতিতে আপনারা যা দেখছেন তা হল, এই ইরানের মদদপুষ্ট গোষ্ঠী--শুধু সিরিয়াতে নয়, হরমুজ প্রণালী, উপসাগর ও ইরাকে যারা সক্রিয়—সন্ত্রাস ও অস্থিতিশীলতাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে অস্থিরতা-সৃষ্টিকারী ক্রিয়াকলাপ চালাচ্ছে।''

তিনি ঘোষণা করেন,''এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তাকে সুনিশ্চিত করার চেষ্টায় যুক্তরাষ্ট্র, আমাদের জোটসঙ্গী, আমাদের সহযোগী ও মিত্রশক্তি এই অঞ্চলে স্থিতিশীলতা,নিরাপত্তা নিশ্চিত করতে মনোযোগ দিচ্ছে এবং এদিকেই আমাদের নজর থাকবে। আমরা বৃহত্তর দ্বন্দ্ব চাই না। যদি আমাদের মানুষকে হুমকি দেওয়া হয় তাহলে আমরাও যথাযথ ও সামঞ্জস্যপূর্ণ উত্তর দেব।''

এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের অভিমত ব্যক্ত হয়েছে।

XS
SM
MD
LG