Accessibility links

Breaking News

লেবাননে দুর্নীতিগ্রস্ত জ্বালানি ক্ষেত্রে নিষেধাজ্ঞা


ফাইল- লেবাননের বৈরুতে ব্যক্তি মালিকানাধীন ডিজেল জেনারেটর , মার্চ ৪,২০২২
ফাইল- লেবাননের বৈরুতে ব্যক্তি মালিকানাধীন ডিজেল জেনারেটর , মার্চ ৪,২০২২

লেবাননে মহামারি আকারের দুর্নীতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন এবং লেবানন ও গোটা বিশ্বে সক্রিয়ভাবে দুর্নীতির মোকাবিলা করতে চায় তারা। বহু বছর ধরে লেবাননের অভিজাতরা জনগণের স্বচ্ছতা ও সংস্কারের আহ্বানকে উপেক্ষা করেছে। অন্যদিকে, নিজেদের সম্পদের অবচয় রোধ করতে দেশের বাইরে অন্যত্র স্থানান্তরিত করেছে তাদের অর্থ। এমনটাই ব্যাখ্যা দিলেন সন্ত্রাস ও আর্থিক ইন্টেলিজেন্স সংক্রান্ত অর্থ বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন।

লেবাননে দুর্নীতি মোকাবিলার চলমান উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ৪ এপ্রিল রেমন্ড ও টেডি রাহমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই ভ্রাতৃদ্বয় মারাত্মক অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জ্বালানি চুক্তি পেতে তাদের সংস্থাকে ব্যবহার করেছিলেন যা লেবাননে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনকেই খর্ব করেছে।

লেবাননে জ্বালানি সংকট মেটাতে সাহায্য করতে রেমন্ড রাহমের সংস্থা জেডআর এনার্জি ডিএমসিসি ১৫০০০ টন জ্বালানি আমদানি করতে ২০১৯ সালের ডিসেম্বরে লেবানন সরকারের চুক্তি পায়। গুণমানসম্পন্ন জ্বালানি আমদানি করার পরিবর্তে এই সংস্থা সস্তা ও দূষিত পণ্য আমদানি করে, যার ফলে ভীষণভাবে প্রয়োজনীয় বিদ্যূত্ কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হয়। এই ভ্রাতৃদ্বয় এই প্রকল্প থেকে মুনাফা করলেও লেবাননের জনগণ সংকটে আরও নিমজ্জিত হয়।

অধিকাংশ দেশে যেখানে বিদ্যুৎ উৎপাদন দেশের রাজস্ব বৃদ্ধি করছে, লেবাননে তা হয়নি। এমনটাই বললেন আন্ডার সেক্রেটারি নেলসন।

“গত কয়েক দশকে কয়েক হাজার কোটি ডলার ব্যয় করা সত্ত্বেও বিদ্যুৎ মন্ত্রক ও ইলেক্ট্রিসিটে দু লিবান সাধারণ লেবাননবাসীদের তথাকথিত ‘জেনারেটর মাফিয়াদের’ হাতে অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়েছে এবং অকার্যকরী বিদ্যুৎ ক্ষেত্রের বাকিরা দেশের অর্থ নিঃশেষ করে দিয়েছে এবং লেবাননের ব্যবসায়ীদের বিদেশী ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে অর্থ ভর্তি করেছে।“

আন্ডার সেক্রেটারি নেলসন বলেন, রাজনৈতিক সংশ্লিষ্টতা বা ধর্ম নির্বিশেষে লেবাননে জবাবদিহিতা, আইনের শাসন ও গণতান্ত্রিক নবায়নের অগ্রাধিকার দেয় যুক্তরাষ্ট্র :

“যুক্তরাষ্ট্র আপনাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান শুনছে; যারা দুর্নীতিমূলক কাজ চালিয়ে যাওয়া বা পরিবর্তন সৃষ্টির মধ্যে পথ বেছে নিতে চাইছেন তারা জেনে রাখুন, আমরা তাদের উপর নিষেধাজ্ঞা জারি রেখে যাব যারা দুর্নীতি, অর্থপাচার ও লেবাননের জনগণকে হুমকি দিয়ে মুনাফা করেছে। এই রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে , প্রেসিডেন্ট নির্বাচন করতে, সরকার গড়তে এবং লেবাননের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য পথ প্রশস্ত করতে প্রয়োজনীয় সংস্কার সাধন করতে লেবাননের রাজনীতিকদের আমরা আহ্বান জানাচ্ছি।

আন্ডার সেক্রেটারি নেলসন জানান, “লেবাননে এই প্রথম দুর্নীতিগ্রস্ত কুশীলবদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি না এবং দুর্নীতিমূলক কর্মকাণ্ড যদি চলতে থাকে, তাহলে এটাই শেষ পদক্ষেপ হবে না।“

এটি যুক্তরাষ্ট্র সরকারের অভিমত সম্বলিত একটি সম্পাদকীয়।

XS
SM
MD
LG