Accessibility links

Breaking News

ক্ষুধার্তদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে রাশিয়াকে


রাশিয়া-িইউক্রেন শস্য চুক্তি
রাশিয়া-িইউক্রেন শস্য চুক্তি

ইউক্রেনের উপর রাশিয়ার বিবেকহীন যুদ্ধ ও বিশ্বব্যাপী সবচেয়ে ধ্বংসাত্মক ক্ষয়ক্ষতির অন্যতম হল ইউক্রেন থেকে খাদ্য চালান বন্ধ করা। এই ইউক্রেন বিশ্বের পঞ্চম বৃহত্তম গম রপ্তানিকারক এবং সূর্যমুখী তেলের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। খরা এবং বিবাদের কারণে বিশ্বজুড়ে দুর্বল অঞ্চলগুলিতে নজিরবিহীন খাদ্য নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে ; রাশিয়ার ইউক্রেনীয় বন্দর অবরোধ সাহায্যকারী সংস্থাগুলির জন্য খাদ্য সরবরাহকে হ্রাস করেছে।

২০২২ সালের ২৭ জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ স্বাক্ষর করার সাথে সাথে, ইউক্রেনীয় শস্যের রপ্তানি আবার শুরু হয়। কিন্তু এই উদ্যোগের মেয়াদ ১৮ মে শেষ হয় ; রাশিয়াকে মূল চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আবার ইউক্রেনের বন্দর থেকে পণ্যবাহী জাহাজের যাতায়াত বন্ধ করার এবং ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাওয়ার হুমকি দেওয়ার সুযোগ করে দেয়।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের উদ্ধৃতি দিয়ে বলেছেন," কয়েক সপ্তাহ পর পর মস্কোকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করার কথা এবং ইউক্রেনের বিরুদ্ধে তাদের যুদ্ধে জনগণের ক্ষুধাকে অস্ত্র হিসাবে ব্যবহার বন্ধ করার কথা মনে করিয়ে দেওয়ার দরকার আমাদের নেই।"

ব্ল্যাক সী গ্রেইন ইনিশিয়াটিভের উপর একটি বিদেশী প্রেস সেন্টার সভায় বক্তৃতা করতে গিয়ে রাষ্ট্রদূত টমাস -গ্রিনফিল্ড বলেন যে, ৩৪ কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষ এই মুহূর্তে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি ; আমরা একটি বিশ্বব্যাপী খাদ্য সংকটের মুখোমুখি। তিনি বলেন,"এই সংকট আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে সবচেয়ে তীব্রভাবে অনুভব করা গিয়েছে, এবং বিশেষ করে এমন দেশগুলির লোকেরা টের পেয়েছে যেখানে ইতোমধ্যে খাদ্যের অভাব রয়েছে। কৃষ্ণসাগর শস্য উদ্যোগের মূল উদ্দেশ্য হল, যাদের মারাত্মক প্রয়োজন তাদের কাছে শস্য ও খাদ্য সরবরাহ নিশ্চিত করা এবং বৈশ্বিক বাজারকে স্থিতিশীল করা।"

এই উদ্যোগটি ৩ কোটি মেট্রিক টন খাদ্যসামগ্রী রপ্তানি করাতে সক্ষম হয়েছে। এর বেশির ভাগই যায় বিভিন্ন সাহায্য সংস্থার কাছে, যারা তখন সবচেয়ে বেশি অভাবীদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে। উদাহরণস্বরূপ, ইউক্রেনীয় খাদ্য আফগানিস্তান, সোমালিয়া এবং ইয়েমেনে বিশ্ব খাদ্য কর্মসূচির মানবিক কার্যক্রমকে শক্তি যোগায় ও অসংখ্য জীবন রক্ষা করে।

রাষ্ট্রদূত টমাস-গ্রিনফিল্ড বলেন,"বিশ্বের ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের দরকার।" এরই সঙ্গে, ইউক্রেনের বিরুদ্ধে অবৈধ যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়াকে বাধ্য করা প্রয়োজন বিশ্বের, যা কৃষকদের তাদের ক্ষেতে ফিরে যেতে, কৃষি বাণিজ্যকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং অবিলম্বে ও উল্লেখযোগ্যভাবে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার উন্নতি ঘটাতে সাহায্য করবে।এরই মধ্যে, রাশিয়াকে বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করতে হবে।"

এটি যুক্তরাষ্ট্র সরকারের অভিমত সম্বলিত একটি সম্পাদকীয়।

XS
SM
MD
LG