১৫ সেপ্টেম্বর এবং ১৫ অক্টোবরের মধ্যবর্তী সময়ে যুক্তরাষ্ট্র জাতীয় হিস্প্যানিক হেরিটেজ মাস উদযাপন করে।
এটি যুক্তরাষ্ট্রের সেই নাগরিকদের ইতিহাস, সংস্কৃতি এবং অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি সুযোগ যাদের পূর্বপুরুষরা স্পেন, মেক্সিকো, ক্যারিবিয়ান এবং মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে এসেছেন।
১৯৬৮ সালে প্রথম হিস্পানিক ঐতিহ্য সপ্তাহ পালন করা শুরু হয়েছিল এবং ১৯৮৮ সালে আইন প্রণয়ন করে উদযাপনটিকে একটি মাসব্যাপী আয়োজনে প্রসারিত করা হয়।
প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর একটি লিখিত বিবৃতিতে বলেছিলেন, "আমেরিকার পরিচয় হল বিভিন্ন ঐতিহ্য এবং গল্প নিয়ে একসাথে বোনা একটি কাঠামো। শুরু থেকেই আমাদের দেশ হিস্প্যানিক লেখক, বিজ্ঞানী, সৈনিক, ডাক্তার, উদ্যোক্তা, শিক্ষাবিদ এবং শ্রম ও সরকারের নেতাদের কাছ থেকে শক্তি এবং উপলব্ধি অর্জন করে আসছে। আমাদের সংস্কৃতি হিস্প্যানিক জনগণের ছন্দ, শিল্প, সাহিত্য এবং সৃজনশীলতা দ্বারা সমৃদ্ধ হয়েছে।"
প্রেসিডেন্ট বাইডেন বলেন,"হিস্প্যানিক ইতিহাস হল আমেরিকার ইতিহাস।এটি এমন একটি ইতিহাস যা আমাদের জাতির আত্মায় স্পন্দিত হয় এবং যা কেবলমাত্র যারা এসেছে তাদের স্বপ্নে বাস করে এবং যেই পরিবারগুলি এখানে থাকে তাদের উত্তরাধিকারে আছে … প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।”
আসলেই, যুক্তরাষ্ট্রের উন্নয়নে হিস্প্যানিক আমেরিকানদের গভীর প্রভাব রয়েছে।
তারা স্যান অ্যান্টোনিও, আলবুকার্কি, টুকসন, লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকো সহ আমাদের সেরা কিছু শহরের ভিত্তি স্থাপন করেছে।
তারা যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে আমেরিকানরা যে মূল্যবোধ ধারণ করে তা রক্ষা করে সম্মানজনকভাবে কাজ করেছে।
তারা উদ্ভাবনী চিন্তারা দিয়ে এ দেশটির শিল্পকে রূপান্তরিত করেছে। আর তারা এমন আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং অনুপ্রাণিত করেছে যা দেশকে বৃহত্তর সমতা এবং আরও ন্যায়সঙ্গত সমাজের দিকে নিয়ে গিয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন বলেন,"আমি সবসময় বলেছি আমেরিকা একটি শব্দ দ্বারা সংজ্ঞায়িত, সম্ভাবনা। এখানে সবকিছুই সম্ভব।”
"যে সম্ভাবনাগুলি বিদ্যমান তা যুক্তরাষ্ট্রের হিস্প্যানিক সম্প্রদায়ের বাইরে আর কোথাও তেমন স্পষ্ট নয়। … সাহস এবং চরিত্রেই প্রতিফলন ঘটে আমরা জাতি হিসাবে কারা ,একটি মহান জাতি - কারণ আমরা ভাল মানুষ।"
প্রেসিডেন্ট বাইডেন বলেন,“আমরাই একমাত্র জাতি যারা একটি ভাবনার উপর নির্মিত। অন্য সকল জাতি ভূগোল, জাতিসত্তা, বা ধর্ম বা অন্য কিছুর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে।কিন্তু আমরাই একমাত্র জাতি যাদের ভিত্তি হচ্ছে ভাবনা । আমরা এই সত্যগুলিকে স্ব-প্রমাণিত বলে মনে করি যে, সকল পুরুষ এবং নারী সমানভাবে সৃষ্ট, যাদের স্রষ্টা নির্দিষ্ট কিছু অবিচ্ছেদ্য অধিকার দিয়েছেন - জীবন, স্বাধীনতা।'
“এটাই আমরা। এটাই আমাদের জাতি। আমরা অভিবাসীদের জাতি।”
(এটি যুক্তরাষ্ট্র সরকারের অভিমত সম্বলিত সম্পাদকীয়)