Accessibility links

Breaking News

যুক্তরাষ্ট্র তিব্বতীয় জনগণের ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক পরিচিতির অধিকার সমর্থন করে


ফাইল- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সহকারী মন্ত্রী, উজরা জেয়া , জাতসিংঘের মানবাধিকার কমিণরে এক বৈঠকে।
ফাইল- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সহকারী মন্ত্রী, উজরা জেয়া , জাতসিংঘের মানবাধিকার কমিণরে এক বৈঠকে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সহকারী মন্ত্রী, উজরা জেয়া বলেন, "বিশ্বজুড়ে, আমরা স্বৈরাচারী সরকারদের দেখি যারা তাদের নিজ ধারণা, বিশ্বাস এবং অনুশীলন থেকে কিছু ভিন্ন হলেই তার প্রতি ক্রমেই অসহনশীল হয়ে উঠে।"

"তিব্বতে উদঘাটিত মর্মান্তিক ঘটনাগুলি এই উদ্বেগজনক গতিবিধির কেবল মাত্র একটি উদাহরণ

"তিব্বতীয় বৌদ্ধধর্ম – তিব্বতের পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রাণকেন্দ্রে নিহিত – যে ধর্মকে তিব্বতি বৌদ্ধরা সমবেদনা, সহমর্মিতা, এবং অহিংসার মূল হিসাবে বর্ণনা করেন।অথচ, চীনা কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা, নানাভাবে এই শান্তির ধর্মকে গণপ্রজাতন্ত্রী চীন বা পিআরসি-র জন্য একটি অস্তিত্বের হুমকি হিসেবে চিত্রিত করে।"

"কয়েক দশক ধরে, গণচীন একটি নির্মম নিপীড়নের ব্যবস্থা গড়ে তুলেছে যার লক্ষ্য তিব্বতীয় বৌদ্ধধর্মকে 'চীনা' করে তোলা।" গণচীন এই সমৃদ্ধ এবং প্রাণবন্ত আধ্যাত্মিক ঐতিহ্যকে তাদের রাজনৈতিক কাঠামোর মধ্যে অবনমিত করে রাখতে চায় এবং চীনা কমিউনিস্ট পার্টির মূল্যবোধ অনুসারে এই ধর্মের মূল নীতিগুলিকে পুনরায় আকার দিতে চায়।"

"যুক্তরাষ্ট্র গণচীনের এই মানবাধিকার লঙ্ঘনের দিকে মনোযোগ ধরে রাখতে অব্যাহতভাবে নেতৃত্ব দিয়ে চলেছে।আমরা তিব্বতের মানবাধিকার সংরক্ষণের সমর্থনে আন্তর্জাতিক সংহতি বৃদ্ধি অবশ্যই অব্যাহত রাখব।"

"আমরা অব্যাহতভাবে গণচীনকে আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায়ে দালাই লামা বা তার প্রতিনিধিদের সাথে, কোনো পূর্বশর্ত ছাড়াই, অর্থবহ এবং সরাসরি সংলাপ পুনরায় চালু করার জন্য আহ্বান করে যাচ্ছি।"

"যুক্তরাষ্ট্রের সংকল্পটি অটল, এবং আমরা সকল তিব্বতীয়দের মানবাধিকার ও মর্যাদাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করা অব্যাহত রাখব।"

(এটি যুক্তরাষ্ট্র সরকারের অভিমত সম্বলিত সম্পাদকীয়)

XS
SM
MD
LG