Accessibility links

Breaking News

বিশ্বে ক্ষুধার হার কমিয়ে আনা প্রসঙ্গে


বৈশ্বিক খাদ্য সংকটের বিরুদ্ধে লড়াই কিছুটা পিছিয়ে পরেছে। ফাইল ফটো।
বৈশ্বিক খাদ্য সংকটের বিরুদ্ধে লড়াই কিছুটা পিছিয়ে পরেছে। ফাইল ফটো।

যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা, পরিবেশ ও খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এডমিনিস্ট্রেটরের সহকারী, ডিনা এস্পোসিটো বলেন, “২০০৯ সালের বৈশ্বিক খাদ্য সংকটের পর দীর্ঘস্থায়ী ক্ষুধা ও অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের এক দশকেরও বেশি সময় ধরে অগ্রগতির পরে, কোভিড-১৯ সহ কয়েকটি অভাবনীয় ধাক্কা আমাদের অনেক অর্জনকে আবার পিছিয়ে দিয়েছে,”

ইউক্রেনের যুদ্ধ, সুদান, ইথিওপিয়া, ইয়েমেন এবং এখন গাজায় চলমান সংঘাতের অর্থ হল, আজ ৭৩ কোটি ৫০ লক্ষ মানুষ দীর্ঘস্থায়ীভাবে ক্ষুধার্ত, মিস এস্পোসিটো কংগ্রেসে দেওয়া সাম্প্রতিক সাক্ষ্যতে বলেন:

“এটা ২০১৯ সালের তুলনায় ১২ কোটি বেশি। কোভিডের আগে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির ১৪ কোটি মানুষ তীব্রভাবে ক্ষুধার্ত ছিল। তারা সংঘর্ষ বা একাধিক সংকটের শিকার যা তাদের জীবিকা নির্বাহ ব্যহত করেছে। তাদের বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার উপর নির্ভর করতে হচ্ছে।”

বিশ্বব্যাপী খাদ্য সংকট ২০২২ সালে যখন তুঙ্গে, তখন ইউএসএআইডি প্রায় ২ হাজার কোটি ডলার মানবিক সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছিল, যার মধ্যে ৬০০ কোটি বরাদ্দ ছিল জরুরি খাদ্য সহায়তার জন্য, মিস এস্পোসিটো ব্যাখ্যা করেন।

“জরুরী পরিস্থিতির জন্য আমাদের বাজেট রাখার বাইরেও, আমাদের অবশ্যই এমন বিনিয়োগ চালিয়ে যেতে হবে যা আমরা জানি নিশ্চিতভাবে বিশ্বের অনাহার দূর করবে এবং এমন বিনিয়োগ যা অর্থপূর্ণ সাফল্য লাভ করবে। যুক্তরাষ্ট্র সরকারের নেওয়া উদ্যোগ গ্লোবাল হাঙ্গার ইনিশিয়েটিভ, ফিড দ্য ফিউচার যেসব ক্ষেত্রে কাজ করেছে, সেসব ক্ষেত্রে দারিদ্র্য, ক্ষুধা এবং শিশুর বিকাশ প্রতিরোধক সবই তার কাজের প্রথম দশকে ২০ থেকে ২৫ শতাংশ হ্রাস পেয়েছে।”

কিন্তু, আমরা এই ফলাফলের উপর নির্ভর করি না বলে ঘোষণা দেন মিস এস্পোসিটো। ইউএসএআইডি ২০২২ সালে তাদের বার্ষিক বাজেট দ্বিগুণ করে ফিড দ্য ফিউচারকে কার্যকর করতে, বর্তমান সময়ে খাদ্য সরবরাহে ব্যাপক প্রচেষ্টা করে:

“পুতিনের ইউক্রেন আক্রমণের পর যখন খাদ্যের মূল্য রেকর্ড মাত্রায় পৌঁছে, তখন আমরা বাজারে উচ্চমানের বীজ ও সার সরবরাহ করতে এবং বিশ্বের সবচেয়ে দরিদ্র কৃষকদের হাতে অর্থায়ন তুলে দিয়েছিলাম, যাতে স্থানীয় উৎপাদন জোরদার করে খাদ্য সংকটের তীব্র প্রভাবগুলিকে প্রশমিত করা যায়।

আমেরিকার নেতৃত্ব ছাড়া বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা আরও খারাপ হবে বলে উল্লেখ করেন মিস এস্পোসিটো। “ভবিষ্যতে, ক্ষুধার বক্ররেখাকে নিম্নাভিমুখী করার জন্য ভবিষ্যত কোনও ধাক্কায় শুধু প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে আমাদের আরো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং দীর্ঘমেয়াদী কৃষি বিনিয়োগ চালিয়ে যেতে হবে যেন আমাদের নিজস্ব অর্থনৈতিক উন্নয়ন ঘটে এবং আমরা আরও নিরাপদ একটি বিশ্ব গড়ে তুলতে পারি৷”

(এটি যুক্তরাষ্ট্র সরকারের অভিমত সম্বলিত সম্পাদকীয়)

XS
SM
MD
LG