Accessibility links

Breaking News

যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার রিপোর্ট ২০২৩


পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি ২০২৩ সালের মানবাধিকার চর্চা বিষয়ক দেশভিত্তিক প্রতিবেদন প্রকাশের সময় বলেন, “স্বাধীনতা এবং মানবাধিকারের পক্ষে দাঁড়ানোই হল সঠিক কাজ।” তিনি ব্যাখ্যা করেন, এই প্রতিবেদনগুলি প্রায় ২০০টি দেশ এবং অঞ্চল জুড়ে মানবাধিকারের রেকর্ডগুলির একটি বাস্তবসম্মত, পদ্ধতিগত প্রতিবেদন উপস্থাপন করে।

“প্রতিবেদনটি ব্যাখ্যা করে যে সর্বজনীন ঘোষণাপত্রে নির্ধারিত অধিকারগুলিকে সমুন্নত রাখার জন্য অনেক কাজ করতে হবে,” সেক্রেটারি ব্লিংকেন বলেন:

“আমরা আবারও মানবাধিকার এবং আইনের শাসনকে বিভিন্ন ভাবে এবং বিশ্বজুড়ে আরও অনেক জায়গায় চাপের মধ্যে দেখতে পাচ্ছি। বেলারুশ থেকে ভেনিজুয়েলা পর্যন্ত যারা ক্ষমতায় থাকা ব্যক্তিদের চ্যালেঞ্জ করে এবং একটি ভাল ভবিষ্যতের জন্য আহ্বান জানায়, এমন নাগরিকদের সরকার অব্যাহতভাবে আটক করছে। এর মধ্যে অনেকেই তরুণ। কিউবায় প্রায় ১০০০ জন রাজনৈতিক বন্দীদের গড় বয়স মাত্র ৩২ বছর।”

দুঃখজনকভাবে, রাশিয়ার বন্দিশিবিরে বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে অন্যায্য কারাদন্ড সহ, কারাবন্দীর সাথে দুর্ব্যবহার এবং এমনকি মৃত্যুও আসতে পারে, সেক্রেটারি ব্লিংকেন বলেন:

“রাশিয়ার মতো অনেক সরকারও রাজনৈতিক উদ্দেশ্যে বিদেশী নাগরিকদের নির্বিচারে আটক করে, মানুষকে দর কষাকষির মাধ্যম হিসাবে ব্যবহার করে। পল হুইলান, ইভান গারশকোভিচ এবং অন্যায়ভাবে বন্দী প্রতিটি ব্যক্তি মুক্তি পাওয়ার যোগ্য। যুক্তরাষ্ট্র এবং আমাদের অনেক অংশীদার তাদেরকে তাদের পরিবারের সাথে পুনর্মিলিত করতে এবং এই দুঃখজনক চর্চার সাথে জড়িত সরকারকে জবাবদিহি করাতে প্রতিদিন কাজ করে যাবে।”

প্রতিবেদনে এমন নৃশংসতা নথিভুক্ত করা হয়েছে যা মানবতার সবচেয়ে অন্ধকার মুহূর্তকে স্মরণ করিয়ে দেয়, সেক্রেটারি ব্লিংকেন বলেন:

“সুদানে, সুদানের সশস্ত্র বাহিনী এবং র‍্যাপিড সাপোর্ট বাহিনী উভয়ই যুদ্ধাপরাধ করেছে। বার্মায় রোহিঙ্গা, জিনজিয়াংয়ের উইঘুররা – প্রত্যেকেই গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শিকার। যুক্তরাষ্ট্র এর দায়বদ্ধ সরকারের সাথে সরাসরিভাবে আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করা অব্যাহত রাখবে।”

সরকারগুলি বিভ্রান্তি ছড়ানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা মোতায়েন করছে, এমনকি ডিএনএর উপর ভিত্তি করে মানষের উপর নজর রাখছে।

তা সত্ত্বেও, ২০২৩ সাল কিছু উৎসাহব্যঞ্জক উন্নয়ন দেখেছে, সেক্রেটারি ব্লিংকেন বলেন। এস্তোনিয়া, জাপান এবং মরিসিয়াস এলজিবিটিকিউআই+ ব্যক্তিদের অধিকার বৃদ্ধি করেছে। দক্ষিণ আফ্রিকা থেকে মেক্সিকো থেকে ব্রাজিল পর্যন্ত শ্রমিক ইউনিয়নগুলি কর্মস্থলের পরিবেশের উন্নতি করেছে এবং কর্মীদের সংগঠিত করার অধিকার উন্নত করেছে। আর জর্ডান প্রতিবন্ধী শিশুরা যাতে স্কুলে যেতে পারে তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিয়েছে।

সেক্রেটারি ব্লিংকেন বলেন, “এই উজ্জ্বল জায়গাগুলি একটি গুরুত্বপূর্ণ অনুস্মারক যে মানবাধিকারের অগ্রগতি সত্যিই সম্ভব, যতক্ষণ না পৃথিবীর প্রতিটি অংশে প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিরা সকল মানুষের জন্য মৌলিক মর্যাদা সমুন্নত রাখতে কাজ চালিয়ে যান।”

(এটি যুক্তরাষ্ট্র সরকারের অভিমত সম্বলিত সম্পাদকীয়)

XS
SM
MD
LG