Accessibility links

Breaking News

ডিজিটাল সংহতি গড়ে তোলা প্রসঙ্গে


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে আরএসএ সম্মেলনে মূল বক্তব্য প্রদান করছেন, ৬ মে, ২০২৪।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে আরএসএ সম্মেলনে মূল বক্তব্য প্রদান করছেন, ৬ মে, ২০২৪।
সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাইবারস্পেস এবং ডিজিটাল পলিসি স্ট্রাটেজিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন লেখেন, সাইবারস্পেস সম্পর্কিত যুক্তরাষ্ট্রের কৌশলের কেন্দ্রবিন্দু হল “ডিজিটাল সংহতি গড়ে তোলার প্রচেষ্টা, বিদ্বেষপূর্ণ সাইবার কার্যকলাপ এবং অন্যান্য ডিজিটাল ক্ষতির শিকার ব্যক্তিদের পারস্পরিক সহায়তা প্রদানের জন্য একসাথে কাজ করা।”
সাইবারস্পেস এবং ডিজিটাল পলিসি ব্যুরোতে নিয়োজিত যুক্তরাষ্ট্রের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনিফার বাচুস বলেন, ডিজিটাল সংহতির একটি উদাহরণ হল জার্মানি সরকার রাশিয়ান গ্রুপ এপিটি২৮ দ্বারা সংঘটিত একটি জার্মান রাজনৈতিক দলকে লক্ষ্য করে বিদ্বেষপূর্ণ সাইবার কার্যকলাপ সনাক্ত করার পরে যখন যুক্তরাষ্ট্রকে বিষয়টি জানায়, তখন যুক্তরাষ্ট্র এ কাজটি হাতে নেয়।
তিনি বলেন, “তারা [জার্মানি] আমাদের কাছে আসে; তারা আমাদের এই কার্যকলাপের বৈশিষ্ট সম্পর্কে সংশ্লিষ্ট হতে বলে; তারা আমাদের তথ্য দিয়েছে যা আমরা যাচাই করতে পেরেছি, এবং আমরা দ্বিপাক্ষিকভাবে এবং নেটোর মাধ্যমে এই সব বৈশিষ্টকে সমর্থন করতে পেরে খুবই আনন্দিত। ... আমরা ইইউ এবং নেটো মিত্রদের সাথে একত্রিত হয়ে এই কার্যকলাপের নিন্দা করেছি এবং সাইবার বিঘ্নিত করার কার্যকলাপ প্রতিরোধের প্রচেষ্টাকে সমর্থন করেছি এবং ক্ষতিকারক সাইবার গোষ্ঠীদের জবাবদিহিতার আওতায় আনতে পেরেছি।”
প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাচুস উল্লেখ করেন যে এপিটি২৮ রুশ ফেডারেশনের জেনারেল স্টাফ মেইন ইন্টেলিজেন্স ডিরেক্টরেট, জিআরইউ-এর অংশ, “এবং এটি একটি সুপরিচিত বিদ্বেষমূলক ক্ষতিকারক সাইবার সংগঠন, যার অস্থিতিশীল করার এবং বিঘ্নিত আচরণে জড়িত হওয়ার দীর্ঘ ইতিহাস আছে।”
তিনি বলেন,“যুক্তরাষ্ট্র ইতোপূর্বেই এপিটি২৮-এর সাথে যুক্ত গোষ্ঠীদের বিস্তৃত বিদ্বেষমূলক সাইবার কার্যকলাপে জড়িত থাকার জন্য অভিযুক্ত ও নিষিদ্ধ করেছে, যেমন দীর্ঘস্থায়ী হ্যাক-এন্ড-লিক অপারেশন যা বিশ্ব ডোপিং বিরোধী সংস্থাকে লক্ষ্যবস্তু করেছিল এবং ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের লক্ষ্যে সাইবার কার্যক্রম চালিয়েছিল।
“অবশ্যই, এগুলি এপিটি২৮-এর সাথে সম্পর্কিত অনেকগুলি বিদ্বেষমূলক, বিঘ্ন সৃষ্টিকারী এবং অস্থিতিশীল কার্যকলাপের মধ্যে কয়েকটি উদাহরণ মাত্র।”
জার্মানিতে হামলার পরিপ্রেক্ষিতে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ছোট অফিস এবং হোম অফিস রাউটারগুলির নেটওয়ার্ক প্রতিকার করতে সাহায্য করে যেগুলি এপিটি২৮ তার আক্রমণ পরিচালনার জন্য ব্যবহার করতো এবং যুক্তরাষ্ট্র জিআরইউ-কে পুনরুদ্ধার করা ডিভাইসগুলিতে অ্যাক্সেস ফিরে পাওয়া থেকে বাধা দিতে সাহায্য করে।
প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি বাচুস বলেন, “আমাদের সকলকে বুঝতে হবে যে এখানে , ক্রমাগত বিদ্বেষপ্রসূত ক্ষতিকারক সাইবার হামলা করার গোষ্ঠীরা রয়েছে যারা অস্থিতিশীল সাইবার অনুপ্রবেশের সুযোগ খুঁজতে থাকবে,” । আমাদের ডিজিটাল সংহতি দরকার, যার অর্থ "সম্মিলিত লক্ষ্য অর্জনে একসাথে কাজ করা, একসাথে দাঁড়ানো, অংশীদারদের সক্ষমতা তৈরিতে সহায়তা করা এবং পারস্পরিক সহায়তা প্রদান করা। ”
XS
SM
MD
LG