Accessibility links

Breaking News

জিম্মিদের মুক্তি ছাড়া কোনও প্রকার যুদ্ধবিরতি হতে পারে না


জাতিসংঘে বিশেষ রাজনৈতিক বিষয়ক যুক্তরাষ্ট্রের বিকল্প প্রতিনিধি, অ্যাম্ব্যাসাডর রবার্ট উড। ফাইল ফটো।
জাতিসংঘে বিশেষ রাজনৈতিক বিষয়ক যুক্তরাষ্ট্রের বিকল্প প্রতিনিধি, অ্যাম্ব্যাসাডর রবার্ট উড। ফাইল ফটো।

যুক্তরাষ্ট্র বারবার স্পষ্ট করেছে যে তারা ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধের ব্যাপারে এমন কোনও নিঃশর্ত যুদ্ধবিরতি সমর্থন করবে না যা হামাসের হাত থেকে জিম্মিদের মুক্তি দিতে ব্যর্থ হয়। “এই দুটি জরুরী লক্ষ্য অবিচ্ছেদ্যভাবে জড়িত," বলেন জাতিসংঘে বিশেষ রাজনৈতিক বিষয়ক যুক্তরাষ্ট্রের বিকল্প প্রতিনিধি, অ্যাম্ব্যাসাডর রবার্ট উডঃ

“হামাসের হাতে এখনও সাতজন আমেরিকান নাগরিক রয়েছে। আমরা তাদের ভুলব না। আমাদের পক্ষ থেকে, আমরা একটি কূটনৈতিক সমাধান পেতে চেষ্টা চালিয়ে যাব যা গাজায় ফিলিস্তিনিদের জন্য শান্তি, নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে আসবে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলের অংশীদারদের সাথে এমন একটি চুক্তি অর্জনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। কিন্তু আমরা এখনও সেখানে পৌছায়নি। কেন? কারণ হামাস চুক্তির পর চুক্তি প্রত্যাখ্যান করে গিয়েছে। ”

“যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য চুক্তির পথে বাধা ইসরায়েল নয়, বরং হামাস সৃষ্টি করছে, ” অ্যাম্ব্যাসাডর উড জোর দিয়ে বলেন।

ইসরায়েল বলেছে, তারা কিছু জিম্মি মুক্তির বিনিময়ে একটি অস্থায়ী যুদ্ধবিরতি করতে প্রস্তুত। আর তার উপর ভিত্তি করে বাকি সকল জিম্মিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যেকোনো প্রস্তাবে হামাসের ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার নিন্দা করা উচিত, বলেন অ্যাম্ব্যাসাডর উড:

“এটি একেবারেই অযৌক্তিক যে এই ঘটনার ১৩ মাস পরেও এই [নিরাপত্তা] পরিষদের কিছু সদস্য আসল সত্য উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছেন। তারা স্বীকার করতে চান না যে এই সংঘাতের সূত্রপাত করেছে হামাস। হামাসই লক্ষ লক্ষ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ঝুঁকির মুখে ফেলেছে এবং গোটা অঞ্চলকে বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।”

আমেরিকান কূটনীতি গাজায় এবং সারা অঞ্চলে আরও মানবিক সাহায্য নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে। গাজায় পরিস্থিতির উন্নতির জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

অ্যাম্ব্যাসাডর উড পুনর্ব্যক্ত করেন, যুক্তরাষ্ট্র "এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছে। সেটি হল হলোকস্টের পর ইহুদিদের উপর সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ছিল।”

একই সময়ে, গাজার মানবিক অবস্থার উন্নতির জন্য যুক্তরাষ্ট্র অন্য যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি কাজ করেছে।

অ্যাম্ব্যাসাডর উড বলেন, “এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা এই যুদ্ধ এমনভাবে শেষ করি যা গাজায় সুশাসন, নিরাপত্তা এবং পুনর্গঠনের ব্যবস্থা নিশ্চিত করে সংঘাত-পরবর্তী সময়ে এগিয়ে যাওয়ার একটি পথ চিত্রিত করে এবং এমন এক যুদ্ধের মাঝে আটকে পড়া সাধারণ মানুষের মর্যাদা পুনরুদ্ধার করে, যে যুদ্ধ তারা কখনোই চায়নি। … আসুন আমরা ৭ অক্টোবরের পর থেকে হামাসের অসংখ্য ভুক্তভোগীর দুঃখ-কষ্টের স্থায়ী অবসান ঘটানোর জন্য কাজ করি। ”

(এটি যুক্তরাষ্ট্রের অভিমত সম্বলিত সম্পাদকীয়)

XS
SM
MD
LG