Accessibility links

Breaking News

জেন্ডার সমতায় বিনিয়োগ


কেনিয়ার নাইরোবিতে পানি বিক্রেতা জোসেফিন এন্থেনিয়া পানি-ভর্তি জেরি ক্যান বিক্রির জন্য প্রস্তুত করছেন। ফাইল ফটোঃ ২২ মার্চ, ২০২৩।
কেনিয়ার নাইরোবিতে পানি বিক্রেতা জোসেফিন এন্থেনিয়া পানি-ভর্তি জেরি ক্যান বিক্রির জন্য প্রস্তুত করছেন। ফাইল ফটোঃ ২২ মার্চ, ২০২৩।

আমরা যদি বৈশ্বিক উন্নয়নে অগ্রগতি করতে চাই, তাহলে আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো জেন্ডার সমতার অগ্রগতিতে বিনিয়োগ করা। নারী ও কন্যাশিশুদের সমাজ এবং অর্থনীতিতে সমান অবদান রাখার সুযোগ প্রদান করা বিশ্বের বেশিরভাগ দেশের একাধিক সমস্যার সমাধানে অগ্রসর হওয়ার অন্যতম সেরা উপায়।

এই কারণে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, বা ইউএসএআইডি, এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই লক্ষ্যগুলো অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে বিভিন্ন কর্মসূচিতে ২৬০ কোটি ডলার বিনিয়োগ করেছে।

জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য ইউএসএআইডির সিনিয়র সমন্বয়ক, জামিল বিজিও বলেন, “বিশ্বব্যাপী নারী ও মেয়েদের উপর বিনিয়োগ করার মাধ্যমে, যুক্তরাষ্ট্রের সরকার নারীদের তাদের ব্যবসা শুরু এবং প্রসার করতে সহায়তা করছে।”

“আমরা নারীদের পেশাগত দক্ষতা উন্নত করতে এবং উচ্চ বেতনের চাকরির সুযোগ পেতে সহায়তা করছি। আমরা তাদের এবং তাদের পরিবারের প্রয়োজনীয় শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করতে সহায়তা করছি। আমরা এটাও নিশ্চিত করতে সাহায্য করছি যেন তাদের সমাজে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকে, তা পেশাগত ক্ষেত্রে হোক, রাজনীতিতে, কিংবা জনজীবনের অন্য কোনো ক্ষেত্রে হোক, যাতে তারা বিশ্বব্যাপী তাদের সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।”

সিনিয়র সমন্বয়কারী বিজিও বলেন, “এই সকল কিছুর অর্থ হল নারীরা এখন সমাজে এবং তাদের সম্প্রদায়ে আরও পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণ করতে সক্ষম। আর প্রত্যেকেই তা থেকে উপকৃত হয়।”

সত্যিই, “বিশ্বব্যাপী অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে, যুক্তরাষ্ট্র সরকার নারী উদ্যোক্তাদের তাদের ব্যবসা সফলভাবে শুরু ও সফলভাবে প্রসার করতে প্রয়োজনীয় সম্পদ ও সরঞ্জামগুলোর সহজলভ্য করার দিকে মনোনিবেশ করছে।”

“আমরা নিশ্চিত করতে সাহায্য করছি যে কর্মরত নারীদের ভাল বেতন এবং সম্মানজনক চাকরির পাশাপাশি শিশুসেবা ও ডিজিটাল সম্পদসহ উভয়েরই সুযোগ থাকবে, যাতে তারা কর্মক্ষেত্রে সফল হতে পারে এবং তারা যে সুযোগগুলি খুঁজে পেয়েছে তাতে পদোন্নতি লাভ করতে পারে৷ আমরা এটা নিশ্চিত করার জন্য কাজ করছি যে, নারীরা যখন এই কাজগুলো করবে তখন একটি নিরাপদ পরিবেশে যেন তারা সহিংসতামুক্তভাবে তা করতে পারে, তাদের সফলতার ধারা বজায় রাখে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে। ”

জেন্ডার সমতা এবং নারীর ক্ষমতায়নে বিনিয়োগ করা স্মার্ট এবং যথার্থ কাজ, সিনিয়র সমন্বয়কারী বিজিও বলেন। “কারণ আমরা জানি যে অর্ধেক জনসংখ্যার অংশগ্রহণ ছাড়া আমরা বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির সমাধান করতে পারি না, তা দারিদ্র্য হ্রাস করা হোক বা গণতন্ত্রকে শক্তিশালী করা হোক বা অর্থনীতি উন্নত করা হোক।”

(এটি যুক্তরাষ্ট্রের সরকারের অভিমত সম্বলিত সম্পাদকীয়)

XS
SM
MD
LG