Accessibility links

Breaking News

কিউবার জনগণ স্বাধীনভাবে বাঁচতে চান 


মহামারী চলাকালীন সরকারি বিরোধী বিক্ষোভের সময় পুলিশ কিউবার হাভানাতে একজনকে আটক করছে, ফাইল ছবি, ১১ই জুলাই, ২০২১/আলেক্সান্ডার মেনেঘিনি/রয়টার্স
মহামারী চলাকালীন সরকারি বিরোধী বিক্ষোভের সময় পুলিশ কিউবার হাভানাতে একজনকে আটক করছে, ফাইল ছবি, ১১ই জুলাই, ২০২১/আলেক্সান্ডার মেনেঘিনি/রয়টার্স

সরকারের কঠোর দমন অভিযান অব্যাহত থাকা সত্ত্বেও, কিউবার গণতন্ত্রপন্থী সক্রিয়বাদীরা তাদের দ্বীপ-রাষ্ট্রমুক্ত করতে বদ্ধপরিকর।

১১ই জুলাই থেকে কিউবার হাজার হাজার লোকসমগ্র দেশজুড়ে বহু ছোট বড় শহরে শান্তিপূর্ণভাবে মানবাধিকার ও মৌলিক অধিকারের দাবিতে রাস্তায় রাস্তায় বিক্ষোভে শামিল হনI

এর জবাবে কিউবার নিরাপত্তা বাহিনী তাদের প্রতিবাদ-বিক্ষোভকে হিংস্রভাবে দমন করে এবংশুধুমাত্র তাদের মতপ্রকাশের ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার পালনের জন্য শত শত প্রতিবাদকারীকে গ্রেফতার করে।সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বিক্ষোভকারী ও মানবাধিকার সক্রিয়বাদীদের অভিযুক্ত করা হয়, যেখানে ছিলোনা কোনো স্বচ্ছ বিচারের নিশ্চয়তাI মানবাধিকার গ্ৰুপ, কিউবালেক্স (CUBALEX) জানায় সেপ্টেম্বর মাস পর্যন্ত তারা ১,০৬৭টি আটকের ঘটনা লিপিবদ্ধ করেছে, যাদের মধ্যে এক ডজনের ওপর শিশুসহ প্রায় অর্ধেককে এখনো আটক রাখা হয়েছেI

শাসকদের আটকাবস্থায় অনেকেই দৈহিক নিপীড়ণের কথা জানিয়েছেনI অন্যান্য আটককৃতদের সঙ্গে যোগাযোগ করা যায় না এবং তারা কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই আটক রয়েছেনI কিউবা সরকার অন্যান্যদের বেলায় শুধুমাত্র শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়ার কারণে ৬ থেকে ১২ বছরের অতিরিক্ত সময়ের জন্য কারাদণ্ড দিতে চাইছে।

এক বিবৃতিতে জাতিসংঘের প্রতি কিউবার বিষয়টি উত্থাপন করার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জোর দিয়েই বলেন যে,“সব লোকের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানো সর্বজনীন ভাবে অপরিহার্য। তিনি আরো বলেন, এটা গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক সমাজ নিপীড়ন ও কিউবার প্রতিবাদকারিদের গণ-গ্রেফতারের বিরুদ্ধে সোচ্চার হবে, যাদেরকে অন্যায়ভাবে কারাদণ্ড দেয়া হয়েছে তাদের মুক্তির দাবি তুলবে এবং কিউবার জনগণের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের ইচ্ছার প্রতি সমর্থন ব্যক্ত করবেI

পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনজাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের একটি সদস্য দেশ হিসাবে কিউবা সরকারের প্রতি সর্বজনীন মানবাধিকার সনদপত্রের আওতায়, কিউবার জনগণের মানবাধিকার ও মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানI

পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ঘোষণা করেন কিউবার জনগণ সহিংসতা ও কারাবাসের ভয়ভীতির ঊর্ধ্বেথেকে তাদের অধিকার প্রয়োগ করার সুযোগ পাবার অধিকার রাখেন। যুক্তরাষ্ট্র সরকার কিউবার জনগণের প্রতি সমর্থনঅব্যাহত রাখবে এবং কিউবা সরকারের মানবাধিকার লংঘনের জবাবদিহিতার জন্য পদক্ষেপ নেয়া অব্যাহত রাখবেI

(এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন ছিল)

XS
SM
MD
LG