Accessibility links

Breaking News

লেবাননের দু জন প্রাক্তন মন্ত্রীর বর্তমান নিয়োগ


বহু দশকের সরকারি অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অর্থবহ টেকসই সংস্কার প্রবর্তনে সরকারের বারংবার ব্যর্থতার কারণে, লেবানন এখন গভীর এক অর্থনৈতিক সঙ্কটের মুখেI আগস্টের ৪ তারিখের বিস্ফোরণ লেবাননের জনগণের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার, সুশাসন এবং যে স্থানীয় দুর্নীতি লেবাননকে জর্জরিত করেছে, সেই দাবিকে আরো উন্নীত করেছেI

বহু দশকের সরকারি অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অর্থবহ টেকসই সংস্কার প্রবর্তনে সরকারের বারংবার ব্যর্থতার কারণে, লেবানন এখন গভীর এক অর্থনৈতিক সঙ্কটের মুখেI আগস্টের ৪ তারিখের বিস্ফোরণ লেবাননের জনগণের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার, সুশাসন এবং যে স্থানীয় দুর্নীতি লেবাননকে জর্জরিত করেছে, সেই দাবিকে আরো উন্নীত করেছেI লেবাননের জনগণের দাবি যে "বর্তমান ব্যবস্থাপনা অগ্রহণযোগ্য", যুক্তরাষ্ট্র সেই দাবিকে সমর্থন করেI লেবাননের জনগণ যখন অর্থনৈতিক সঙ্কট এবং কভিড ১৯ এর কারণে জর্জরিত, ইরান সমর্থিত হেজবল্লাহ ও তাদের সমর্থকেরা তখন, লেবাননের অব্যাহত রাজনৈতিক দুর্নীতিকে তাদের উদ্দেশ্য সাধনে কাজে লাগাচ্ছে, যা বহু দশক ধরে তারা সন্ত্রাসী ও অবৈধ কর্মকান্ড সম্প্রসারণে ব্যবহার করেছেI

যুক্তরাষ্ট্র সরকার ৮ই সেপ্টেম্বর প্রাক্তন দুজন সরকারি কর্মকর্তা,ইউসুফ ফিনইয়ানুস এবং আলী হাসান খলিলকে হেজবুল্লাহ গোষ্ঠীকে বিভিন্ন মালামাল সরবরাহের কারণে ১৩২২৪ নির্বাহী আদেশ বলে,দোষী শনাক্ত করেছেI

পররাষ্ট্রমন্ত্রী, মাইক পম্পেও এক লিখিত বিবৃতিতে বলেন, লেবাননের প্রাক্তন মন্ত্রীসভায় দায়িত্ব পালনের সময়, ফিনইয়ানুস ও খলিল হেজবোল্লাহদের সমর্থনে, নানাবিধ রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধাদি প্রদান করেছে, যাতে অন্তর্ভুক্ত ছিল হেজবুল্লাহ মালিকানাধীন সংস্থাকে বহু মিলিয়ন ডলারের সরকারি কন্ট্রাক্ট পাইয়ে দেয়া এবং সরকারি মন্ত্রণালয় থেকে হেজবুল্লাহ সংশ্লিষ্ট সংস্থা বরাবর অর্থ হস্তান্তর করাI

ইউসুফ ফিনইয়ানুস পরিবহন বিভাগের প্রাক্তন মন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং আলী হাসান খলিল লেবাননের অর্থ, স্বাস্থ্য ও কৃষি দপ্তরের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেনI এই দুই ব্যক্তি সন্ত্রাসী গ্রূপের সহায়তায় সরাসরি অর্থ প্রদানে তাদের ক্ষমতার অপব্যবহার করেছেনI
পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও লিখিত বিবৃতিতে বলেন, হেজবুল্লাহ গোষ্ঠী টিকে থাকতে, লেবাননের দুর্নীতি পরায়ণ রাজনৈতিক ব্যবস্থার ওপর নির্ভরশীলI যে কেউ হেজবুল্লাহ গোষ্ঠীর রাজনৈতিক ও অর্থনীতিক স্বার্থ উন্নয়নে সহায়তা দেবে, সে যথার্থ সুশাসনের বাকিটুকুতে আরো অনিষ্ট বয়ে আনবে এবং সন্ত্রাসবাদে অর্থায়নে আরো সুযোগ করে দেবেI

রাজস্ব দপ্তর লিখিত বিবৃতিতে জানায়, বহু দশকের দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনা, লেবাননে বহু স্তরের সঙ্কটের জন্ম দিয়েছেI ২০১৯ সালের অক্টোবর মাস থেকে সমগ্র দেশজুড়ে জনপ্রিয় আন্তঃসাম্প্রদায়িক প্রতিবাদের মাধ্যমে লেবাননের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবি তোলা হয় I প্রতিবাদে উচ্চারিত হয়েছে " তাদের সকলেই ,অর্থ্যাৎ এরা সবাই "যাতে প্রদর্শিত হয়েছে সংস্কার প্রবর্তনের গভীরতার উদ্বেগ এবং হেজবুল্লাহ গোষ্ঠীর মতো কতিপয় সংগঠনের দুর্নীতির অনুসন্ধান করা I

Lebanon Flag
please wait

No media source currently available

0:00 0:03:25 0:00


রাজস্ব মন্ত্রী, স্টিভেন মেনুচিন বলেন, দুর্নীতি, লেবাননে অত্যন্ত সক্রিয় এবং হেজবুল্লাহ গোষ্ঠী দুর্নীতি গ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে তাদের কুরুচি প্রভাব বিস্তারে কাজে লাগিয়েছেI যুক্তরাষ্ট্র সরকার লেবাননের জনগণের সংস্কারের দাবিতে তাদের পাশে থাকবে এবং যারা তার বিরোধিতা এবং তা কাজে লাগাবার চেষ্টা করবে, প্রশাসনকে তাদের বিরুদ্ধে লক্ষ্যবস্তু করা, অব্যাহত রাখবেI

XS
SM
MD
LG