Accessibility links

Breaking News

আন্তর্জাতিক নারী সাহসিকতা পদক


এ বছর আন্তর্জাতিক মহিলা সাহসিকতা পদকে ভূষিত হয়েছেন, ২১জন মহিলা, যাদের মধ্যে ৭জনকে আফগানিস্তানে হামলা চালিয়ে হত্যা করা হয়েছেI পররাষ্ট্র দপ্তরে পুরস্কার প্রদান অনুষ্ঠানে, ফার্স্ট লেডি জিল বাইডেন সমেত,পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন বলেন, ১৫ বছর ধরে, পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে মহিলাদের শান্তি, সুবিচার, মানবাধিকার এবং লিঙ্গভিত্তিক সমতার উন্নয়নে অসাধারণ সাহসিকতা ও নের্তৃত্ব প্রদানের স্বীকৃতিস্বরূপ, আন্তর্জাতিক মহিলা সাহসিকতা পুরস্কার দিয়ে আসছেI

এ বছর আন্তর্জাতিক মহিলা সাহসিকতা পদকে ভূষিত হয়েছেন, ২১জন মহিলা, যাদের মধ্যে ৭জনকে আফগানিস্তানে হামলা চালিয়ে হত্যা করা হয়েছেI পররাষ্ট্র দপ্তরে পুরস্কার প্রদান অনুষ্ঠানে, ফার্স্ট লেডি জিল বাইডেন সমেত,পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন বলেন, ১৫ বছর ধরে, পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে মহিলাদের শান্তি, সুবিচার, মানবাধিকার এবং লিঙ্গভিত্তিক সমতার উন্নয়নে অসাধারণ সাহসিকতা ও নের্তৃত্ব প্রদানের স্বীকৃতিস্বরূপ, আন্তর্জাতিক মহিলা সাহসিকতা পুরস্কার দিয়ে আসছেI

এ বছর সম্মানিত মহিলাদের মধ্যে রয়েছেন, বেলারুশের মারিয়া কলেসনিকোভাI তিনি ও তাঁর সঙ্গীরা ২৬ বছর ধরে ক্ষমতায় থাকা, প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো'র বিরুদ্ধে ঐতিহাসিক এক প্রতিরোধ গড়ে তোলেন এবং নির্বাচন পরবর্তী সাহসিকতার সঙ্গে কারাভোগ করছেনI

বার্মার উদীয়মান এক নেত্রীর নাম ফোয়ে ফোয়ে আউংI তাঁর সংস্থা, 'দি উইংস ইনস্টিটিউট' বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের তরুণদের সঙ্গে যোগাযোগের বন্ধন সৃষ্টি করে এবং যার মাধ্যমে শান্তি ও সংহতির বাণী প্রচার করে থাকেI

ওপর এক বিজয়ী মহিলা হচ্ছেন, ক্যামেরুনের মাক্সিমিলিয়েন নিগো এম্বে, যিনি মানবাধিকারের উন্নয়নে এক বিশিষ্ট সক্রিয়বাদী, যিনি ক্যামেরুনের গৃহযুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসায় এমনকি প্রায়শই তাঁর ব্যক্তিগত নিরাপত্তা বিসর্জন দিয়ে থাকেনI

অপর বিজয়ী, চীনের অত্যন্ত খ্যাতিমান মানবাধিকার আইনজীবী, ওয়াং যু , সক্রিয়বাদীদের সমর্থনে যাঁকে গ্রেফতার ও কারাদণ্ড ভোগ করতে হয়েছেI

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিজয়ী প্রার্থীর নাম, জুলিয়েন লুসেঙে, যিনি কংগোতে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে, নির্ভিক এক শীর্ষ মহিলা সক্রিয়বাদীI

অন্যান্য পুরস্কার বিজয়িনীরা হলেন, কলম্বিয়ার মায়েরলিস আংগারিতা, গুয়াতেমালার বিচারক, এরিকা আইফান, ইরানের শোহরেহ বায়াত. নেপালের মুস্কান খাতুন, সোমালিয়ার জাহরা মাহমেদ আহমদ, স্পেনের সিস্টার আলিসিয়া ভাকাজ মোরো, শ্রীলংকার রানিথা ঘানারাজাহ, তুরস্কের কেনান গুল্লু এবং ভেনেজুয়েলার আনা রোসারিও কোন্ত্রেরাসI

পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, মহিলা ও মেয়েরা প্রায় অধিকাংশ সময়ে, মানবাধিকার লঙ্ঘনের কারণে অতিমাত্রায় ঝুঁকিতে থাকেন । তিনি বলেন সে কারণেই মহিলা ও মেয়েদের সম্ভ্রম ও সমান অধিকার, যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার পেয়ে থাকেI আমরা যখন মহিলা ও মেয়েদের অধিকার ও তাদের চাহিদার কথা স্মরণ রেখে আমাদের পররাষ্ট্রনীতির বিন্যাস করি, সে নীতি হয়, আরো অর্থবহ এবং আরো সংবেদনশীল এবং যা মানুষের জীবনে সম্ভবতঃ আরো দীর্ঘস্থায়ী পরিবর্তন সূচিত করেI

Courage Awards Bangla
please wait

No media source currently available

0:00 0:02:54 0:00
Direct link


XS
SM
MD
LG