Accessibility links

Breaking News

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে মানবাধিকারের গুরুত্ব


যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিতারা স্বাধীনতার ঘোষণায় কতকগুলো অপরিবর্তনীয় অধিকার হিসেবে জীবন, স্বাধীনতা ও শান্তির সন্ধানের ব্যাখ্যা করেছেন। পররাষ্ট্র দফতরের নীতিপরিকল্পনা বিষয়ে পরিচালক পিটার বার্কউইচ বলেছেন এসব অধিকার সব মানুষের সহজাত বলে ভাবা হয় ।তিনি বলেন এসব অধিকার শুধু ঘরে আমেরিকানদের রক্ষা করে না , পররাষ্ট্রনীতিতে তা এক ভিত্তি হয়ে দাঁড়ায়। মি বার্কউইচ বলেন , তাঁর কথায়, ১৯৪৮ সালে জাতিসংঘের বিশ্বজনীন মানবাধিকার ঘোষণার স্বীকৃতি দিতে আমরা এসব অধিকারের প্রতি সমর্থন জানিয়ে ছিলাম ।দুটি রাজনৈতিক দলের কয়েকজন প্রেসিডেন্ট এই মানবাধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছিলেন এবং আমেরিকার প্রতিষ্ঠাতাদের প্রতিশ্রুতিতে সকল মানুষের সহজাত মর্যাদার প্রতি শ্রদ্ধা ব্যক্ত করা হয়েছে । পরিচালক বার্কউইচ বলেন এক বছর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে ও একটি বিশেষ আদেশ সহ অপরিবর্তনীয় অধিকার বিষয়ে কমিশন আহ্বান করেছিলেন। তিনি বলেন ,তাঁর কথায় পররাষ্ট্র মন্ত্রী পম্পেও কমিশনের সদস্যদের প্রতি তদন্ত চালাতে পররাষ্ট্রনীতিতে আমেরিকার প্রতিষ্ঠাতাদের দলিলে স্বাধীনতার ঘোষণায় যুক্তরাষ্ট্রের সংবিধানে এবং আমেরিকার সাংবিধানিক ঐতিহ্যে মানবাধিকারের প্রতি আমেরিকার সন্দেহাতীত অধিকার গুলির প্রতিশ্রুতি পুনর্বিন্যাস' করার আবেদন জানান ।১৯৪৮ সালের যে বিশ্বজনীন মানবাধিকার ঘোষণায় আমরা স্বাক্ষর করেছি, সেই দৃষ্টিকোণ থেকে মানবাধিকারের প্রতি আমাদের সন্দেহাতিত প্রতিশ্রুতিগুলোর অনুধাবন করায় সাহায্য করতে তিনি আবেদন জানান ।পরিচালক বার্কাউইচ বলেন অপরিবর্তনীয় অধিকার অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে সরাসরি প্রভাবিত করে । তিনি বলেন তাঁর কথায় দৃষ্টান্তস্বরূপ আমরা তা দেখি পররাষ্ট্রমন্ত্রী পম্পেও চীনের বন্দিশিবিরে উইঘুর মুসলমানদের বন্দিদশা কে বারবার নিন্দা জ্ঞাপন এর মাধ্যমে আমরা দেখেছি ১৯৮০ সালে যখন প্রেসিডেন্ট রনাল্ড রিগ্যান সোভিয়েত ইউনিয়নের ভিন্নমত পোষণকারীদের মানবাধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছিলেন যাদেরকে গুলাগে নিষ্ঠুরভাবে কারাদণ্ড দেয়া হয়েছিল ।আমরা শুনি যখন প্রশাসন ইসলামী ইরান প্রজাতন্ত্রের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেন যারা নিজেদের জনগণকে দমন করে চলেছে। পরিচালক বার্কাউইচ বলেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র নীতিতে অবশ্যই শুধু মানবাধিকারের কথা বলা হয়নি তবে তা এক অত্যাবশকীয় অঙ্গ। আমেরিকান পররাষ্ট্র নীতির মিশ্রণে তা এক অংশ স্বরূপ।

XS
SM
MD
LG