Accessibility links

Breaking News

এফবিআই সদস্য অপহরণ ও সম্ভব্য মৃত্যুর জন্য ইরানের গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ


এফবিআই সদস্য অপহরণ ও সম্ভব্য মৃত্যুর জন্য ইরানের গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ
এফবিআই সদস্য অপহরণ ও সম্ভব্য মৃত্যুর জন্য ইরানের গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ

যুক্তরাষ্ট্র সরকার, প্রাক্তন FBI 'র সদস্য রবার্ট লেভিনসনের অপহরণ, আটক এবং সম্ভব্য মৃত্যুর জন্য, ইরানের গোয়েন্দা এবং নিরাপত্তা দপ্তর, সংক্ষেপে MOIS 'র দুজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেI

রবার্ট লেভিনসন, ২০০৭ সালে ইরানের কীশ দ্বীপ সফরের সময় নিখোঁজ হয়ে যানI মি. লেভিনসনের ছবি ও অশনাক্ত অপহরণকারীদের কবল থেকে তাঁকে রক্ষা করার আর্জি সম্বলিত একটি ভিডিও, যথাক্রমে ২০১১ এবং ২০১০ সালে তাঁর পরিবারের কাছে পাঠানো হয়I ইরান সরকার, তাঁর অবস্থান সম্পর্কিত তথ্য জানাতে অস্বীকার কোরে, তাঁর উদ্ধারের অনুরোধের জবাব দেয়I

যুক্তরাষ্ট্র এখন, MOIS 'র দুই কর্মকর্তা, মোহাম্মদ বাসেরি এবং আহমেদ কাজাইকে, হোয়াইট হাউসের ভাষায়, অপহরণ,আটক এবং সম্ভব্য মৃত্যুতে সরাসরি সম্পৃক্ততার জন্য দায়ী করছেI হোয়াইট হাউস থেকে লিখিত বিবৃতিতে বলা হয় " এটা স্পষ্ট যে, এই দুই শীর্ষ ইরানি কর্মকর্তা, মি .লেভিনসনের অদৃশ্য হয়ে হওয়ার জন্যই শুধু দায়ী নন, তারা ব্যাপক মিথ্যা অপপ্রচারের মাধ্যমে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি গোপন রেখেছেনI যুক্তরাষ্ট্র সরকার এই ঘোষণার মাধ্যমে ইরান সরকারকে তাদের দোষী সাব্যস্ত করার প্রক্রিয়া শুরু করতে, সরকারিভাবে আবেদন জানাচ্ছেI যুক্তরাষ্ট্র সরকার, তদন্ত চলাকালীন, ঘটনায় জড়িত অন্যানদের সংশ্লিষ্টতার ব্যাপারে, অনুসরণ করে যাবে"I

মোহাম্মদ বাসেরি ও আহমেদ কাজাই'র বিরুদ্ধে যুক্তরাষ্ট্র রাজস্ব বিভাগের নিষেধাজ্ঞার অর্থ হচ্ছে, যুক্তরাষ্ট্রে এসব ব্যক্তিদের যে কোনো সহায়-সম্পত্তি জব্দ করা, যুক্তরাষ্ট্রের যে কোনো ব্যক্তিকে তাদের সঙ্গে ব্যবসা লেন-দেন করতে বাধা দেয়া এবং যেসব বিদেশী আর্থিক প্রতিষ্ঠান, তাদের সঙ্গে তাৎপর্যপূণ আর্থিক লেন-দেনে নিয়োজিত, তাদেরকেও নিষেধাজ্ঞার আওতায় আনাI

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, মাইক পম্পেও যেমন বলেছেন, ইরান সরকারের, রাজনৈতিক উদ্দেশে সাধনের জন্য রয়েছে, ৪১ বছরের বিদেশী এবং দ্বৈত নাগরিকদের অপহরণ ও আটকের ইতিহাসI এক বিবৃতিতে তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের নাগরিক ও দ্বৈত নাগরিকদের সেদেশে ভ্রমণ করে তাদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত না করার, দৃঢ় হুঁশিয়ারি ব্যক্ত করছিI

তিনি বলেন, তাঁর কথায়, রবার্ট লেভিনসনের অপহরণ, আটক ও সম্ভব্য মৃত্যু,মানুষের জীবনের প্রতি ইরান সরকারের চরম অশ্রদ্ধার এক মর্মান্তিক দৃষ্টান্তI আমরা ইরান সরকারের প্রতি, মি.লেভিনসনের ভাগ্য সম্পর্কিত বিশদ তথ্য জানাতে, অনুরোধ জানাচ্ছি, ইরান কর্তৃক মিথ্যাভাবে আটক, সকল আমেরিকান জনগণ দেশে ফিরে না আশা অব্দি, আমরা ক্ষান্ত হবো নাI


XS
SM
MD
LG