Accessibility links

Breaking News

পশ্চিম আফ্রিকায় আইসিসদের মোকাবিলা করতে হবে


নভেম্বরের ১০ তারিখে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া গ্লোবাল কোয়ালিশনের সদস্যদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে, যেখানে তারা পশ্চিমি আফ্রিকি দেশসমূহ এবং আঞ্চলিক  সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আইসিসদের হুমকি নিয়ে আলোচনা করে I

সিরিয়া ও ইরাকে আইসিসদের তথাকথিত ক্যালিফেট বা খেলাফত ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তবে অন্যান্য অঞ্চলে আইসিস ও সংশ্লিষ্ট দলগুলির উত্থানে, যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে উদ্বিগ্নI নভেম্বরের ১০ তারিখে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া গ্লোবাল কোয়ালিশনের সদস্যদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে, যেখানে তারা পশ্চিমি আফ্রিকি দেশসমূহ এবং আঞ্চলিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আইসিসদের হুমকি নিয়ে আলোচনা করে I

বিশ্ব কোয়ালিশনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, ন্যাথান সেলস বলেন, অন্যতম গুরুত্বপূর্ন এলাকার লড়াইয়ের ক্ষেত্রে কোয়ালিশনের বিশেষ লক্ষ্য নিয়ে আমাদের আলোচনা হয়েছেI বিশেষ প্রতিনিধি সেলস বলেন,তাঁর কথায়, আমরা যেমনি সিরিয়া ও ইরাকের অভ্যন্তরে আইসিসদের উত্থান প্রতিহত করতে অবশ্যই দৃষ্টি নিবদ্ধ করবো, আইসিস দল যেন লড়াই চালিয়ে যেতে মূল কেন্দ্রের বাইরে তাদের অঙ্গ সংগঠন ও শাখা প্রশাখাগুলি ব্যবহার করতে না পারে ,সেদিকেও আমাদের নজর রাখতে হবেI আফ্রিকার মতো কোথাও এই প্রবণতা এতটা ভয়ংকর হয়ে ওঠেনি I বিশ্বময় আইসিসদের পরাস্ত করতে আমরা যদি প্রতিশ্রূতিবদ্ধ থাকি, যা আমরা রয়েছি, তবে আফ্রিকায়, বিশেষ করে পশ্চিম আফ্রিকায় তাদেরকে মোকাবেলা করতে হবে I

বিশেষ দূত সেলস বলেন, পশ্চিম আফ্রিকায় আইসিস সংশ্লিষ্ট দলগুলির আক্রমণ ও ভয়াবহতা বিগত বছরগুলিতে বহুগুন বৃদ্ধি পেয়েছে I তবে তিনি বলেন, এটা সুখের বিষয় যে, বিশ্ব কোয়ালিশন, তাদের বর্ধিত হুমকি মোকাবেলায় যে সমর্থ ও তাঁর জবাব দিতে পারে, তা প্রমাণ করেছেI তিনি বলেন আইসিসদের বিরুদ্ধে লড়াই, তাদের নিজস্ব রণক্ষেত্রে করার সঙ্গে সঙ্গে, কোয়ালিশন, সামরিক ও অসামরিক বাহিনীর প্রয়াসের সমন্বয় এবং দ্বিপাক্ষিক ও বহুজাতিক উদ্যোগের এক নজির রাখছে, তা এই অঞ্চলের অন্যান্য সন্ত্রাসবিরোধী তৎপরতাকে সহায়তা করতে পারেI

বিশেষ দূত, সেলস জোর দিয়ে বলেন, বিশ্বজনীন কোয়ালিশন, যেভাবেই আইসিসদের লড়াইয়ে সম্পৃক্ত হতে চাক না কেন, এটা সবিশেষ গুরুত্বপূর্ণ যে, নিরাপত্তা বাহিনীকে আমাদের উদ্যোগের যে প্রধান লক্ষ্য, সেই মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়াস বৃদ্ধি করতে হবে I নিরাপত্তা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘন, সরাসরিভাবে আইসিসদের তাদের দীক্ষায় দীক্ষিত করতে, প্রশিক্ষণ দিতে এবং সরকারের বৈধতাকে অসম্মান করতে সহায়তা করে থাকে I

২০১৭ সাল থেকে আমেরিকান জনগণ জি৫ সাহেল ও লেক শাদ'র মতো বৃহত্তর এলাকার সন্ত্রাস বিরোধী সহায়তায় ১১ কোটি ৪০ লক্ষ ডলার বিনিয়োগ করেছেI বিশেষ দূত, সেলস বলেন, যুক্তরাষ্ট্র আগামী বছর ৩০০ কোটি অতিরিক্ত সহায়তা প্রদানের পরিকল্পনা নিয়েছেI তিনি জোর দিয়ে বলেন, পশ্চিম আফ্রিকায় আইসিসদের হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই হবে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকৃত সহায়তার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ I

Editorial on ISIS by Ijaz
please wait

No media source currently available

0:00 0:02:51 0:00


XS
SM
MD
LG