ভেনেজুয়েলা বিষয়ে জাতিসংঘের সেপ্টেম্বর মাসের একটি তথ্য অনুসন্ধানী রিপোর্টে উপসংহারে বলা হয়েছে যে, যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করা যায় যে ভেনেজুয়েলায় মানবতার বিরুদ্ধে হত্যা, কারাদণ্ড, অত্যাচার, জোরপূর্বক অদৃশ্য হয়ে যাওয়া, ধর্ষণ এবং অন্যান্য যৌন সহিংসতাসহ নানাবিধ অপরাধ সংগঠিত হচ্ছে I
জাতিসংঘের রিপোর্টে বলা হয় এর চাইতেও দুঃখজনক যে, যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করতে হয় যে, এই রিপোর্টে লিপিবদ্ধ করা হয়েছে যে, প্রেসিডেন্ট ও স্বরাষ্ট্র, বিচার ও শান্তি দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রীরা, এসব অপরাধ সংগঠনের জন্য নির্দেশ দিয়েছে ও তাতে অংশ নিয়েছে I অন্যভাবে বলা যায়, যে, এসব দুঃখজনক মানবাধিকার লঙ্ঘন শুরু হয় শীর্ষ পর্য্যায়ে থেকেI
২০১৯ সালে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এই সত্য অনুসন্ধানী মিশনটি গঠন করে I এই মিশনের লক্ষ্য ছিল, বিচার বহির্ভুত প্রাণদণ্ড, জোরপূর্বক অদৃশ্য হওয়া, খেয়ালখুশি মতো আটক ও অত্যাচার ও অন্যান্য নৃশংস অমানবিক অথবা ২০১৪ সাল থেকে অবমাননাকর সব আচরণের তদন্ত চালানো এবং চূড়ান্তভাবে যারা এই ঘৃণ্য অপরাধে লিপ্ত, তাদের দোষী সাব্যস্ত করার ভিত্তি প্রস্তূত করা I
জাতিসংঘের রিপোর্টে পাওয়া এসব তথ্য, ভেনেজুয়েলায় অবাধ ও স্বচ্ছ গণতান্ত্রিক হস্তান্তরণের প্রয়োজনীতার প্রতি গুরুত্ব আরোপ করেI অবৈধ নিকোলাস মাদুরো সরকারের হাতে লক্ষ লক্ষ ভেনেজুয়েলার নাগরিকদের নিপীড়ন বন্ধের এবং সরকারের মর্মান্তিক অপরাধের শিকার যারা, তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে এটাই একমাত্র পথ I
USAID বা যুক্তরাষ্ট্রের আন্তজাতিক উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত প্রশাসক,জন বার্সা বলেন, ভেনেজুয়েলার জনগণ যারা, তাদের দেশের রক্ষাকারী ও সেবাদানকারী সরকারের সহিংসতার ভীতি থেকে বাঁচার আশা করেন, যুক্তরাষ্ট্র সেই ভেনেজুয়েলার জনগণের পাশে থাকবেI
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জুয়ান গুইদো, তাঁর অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় সংসদের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সদস্য, সুশীল সংগঠন, মানবাধিকার রক্ষাকারী এবং স্বতন্ত্র সংবাদ মাধ্যম, এরা সবাই, ভেনেজুয়েলায় গণতন্ত্রকে উজ্জীবিত করার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে I প্রশাসক বার্সা বলেন, এরা সবাইতো সত্যিকারের বীরপুরুষ এবং আমার বিশ্বাস তারাই জয়ী হবেI
ভেনেজুয়েলায় গণতান্ত্রিক সুশাসন প্রবর্তনের, এবং অবাধ ও স্বচ্ছ প্রেসিডেনশিয়াল ও সংসদীয় নির্বাচনের আয়োজনে, আন্তর্জাতিক সমাজকে একত্রিত হতে হবে I যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় স্বাধীনতা ফিরে আসার এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সেই দিনটির প্রতীক্ষা করবেI