Accessibility links

Breaking News

বৈরি কর্মকান্ড সংকটকে রূপান্তরিত করছে মানবিক দূর্যোগে


টিগ্রায় অঞ্চলের উকরো হাসপাতালে উস্ক্রো হাসপাতালে নাসোগ্যাস্ট্রিক টিউব লাগানো অবস্থায় আমানুয়েল মেরহাউই নামের এক বছর আট মাস বয়সী এই শিশুটি তীব্র অপুষ্টিতে ভুগছে।
(রয়টার)
টিগ্রায় অঞ্চলের উকরো হাসপাতালে উস্ক্রো হাসপাতালে নাসোগ্যাস্ট্রিক টিউব লাগানো অবস্থায় আমানুয়েল মেরহাউই নামের এক বছর আট মাস বয়সী এই শিশুটি তীব্র অপুষ্টিতে ভুগছে। (রয়টার)

জুন মাসের গোড়াতেই টিগ্রায়ের ৯ লক্ষ লোক  দুর্ভিক্ষের মুখে পড়েন এবং ৫০ লক্ষ ২০ হাজার  মানুষ অর্থাৎ প্রায় ৯০ শতাংশ লোকের এখন প্রয়োজন খাদ্য সহায়তাI

ইথিওপিয়ার টিগ্রায় অঞ্চলে এবং পার্শ্ববর্তী আফার ও আমহারায় মানবিক দূর্যোগ সৃষ্টি হতে চলেছে। টিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্টের সমর্থনকারী জঙ্গিবাদী গ্ৰুপ এবং ইথিওপিয়ার জাতীয় নিরাপত্তা বাহিনীর মধ্যেকার ৯ মাসের লড়াই সাধারণ জনগণের জন্য তেমন কোন সম্পদই রাখেনি। জুন মাসের গোড়াতেই টিগ্রায়ের ৯ লক্ষ লোক দুর্ভিক্ষের মুখে পড়েন এবং ৫০ লক্ষ ২০ হাজার মানুষ অর্থাৎ প্রায় ৯০ শতাংশ লোকের এখন প্রয়োজন খাদ্য সহায়তাI

২৮শে জুন ইথিওপিয়ার সরকার মেকেলে থেকে একতরফা ভাবে মানবিক যুদ্ধবিরতি এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহারের কথা জানালে,পরিস্থিতির উন্নতির আশা জাগেI তবে টিগ্রায় অঞ্চলটি মানবিক খাদ্য ও জ্বালানি সহায়তাসহ, প্রধান সেবা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন রয়েছে I ঐ অঞ্চলে যাওয়ার পথগুলি বন্ধ করে দেয়া হয়েছে এবং টিগ্রায়ের মধ্যাঞ্চলের সঙ্গে যোগাযোগকারী একমাত্র ব্রিজটি ধ্বংস প্রাপ্ত হয়I তা ছাড়া আদিস আবাবা থেকে টিগ্রায়ে আকাশপথে মানবিক সহায়তা নিয়ে চলাচলের অনুমোদনকেও অগ্রাহ্য করা হয়I

এই সংঘাত পার্শ্ববর্তী আমহারা ও আফার অঞ্চলে ছড়িয়ে পড়লে, তা দুর্ভোগ ডেকে আনে, এই এলাকার লক্ষ লক্ষ অভ্যন্তরীণভাবে বাস্ত্যুচুত মানুষের মানবিক সহায়তার প্রয়োজন দেখা দেয়I উত্তরাঞ্চলীয় ইথিওপিয়ায় আশ্রয় নেয়া ইরিত্রিয়ার শরণার্থীরা একাধারে ইরিত্রিয়ার জাতীয় বাহিনী ও টিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্ট ‘এর সম্পৃক্ত জঙ্গিদের হামলার মুখে পড়েন। যুক্তরাষ্ট্র এ সব হামলাকে অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা জানায়I নিরাপত্তা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে, USAID আমহারা ও আফারসহ, ইথিওপিয়ার জনগণকে জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ ।

USAID 'র প্রশাসক, সামান্থা পাওয়ার বলেন, “টিগ্রায় অঞ্চলে মানবিক সহায়তার গতি দুঃখজনকভাবে অপ্রতুলI এই অভাব, খাদ্য ঘাটতির কারণে নয়, বরঞ্চ ‘এর কারণ হচ্ছে ইথিওপিয়া সরকার স্থলপথের যানবহর এবং আকাশ পথে প্রবেশাধিকারসহ, মানবিক সহায়তা ও সেবাকর্মীদের বাধা দিচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ বলেন, "মেকেলেতে প্রতিদিন খাদ্য সহায়তা ও সরবরাহ পৌঁছাতে মানবিক সংস্থাগুলির প্রয়োজন প্রায় ১০০টি ট্রাকেরI তবে জুলাই মাসের মধ্যভাগ থেকে গড়ে প্রতিদিন ১০টির বেশি ট্রাক সেখানে পৌঁছাতে পারে নি"I

জাতিসংঘের মতে, সহায়তা সরবরাহ শীঘ্রই সেখানে শুরু করা না হলে, হাজার হাজার মানুষের জীবনের প্রতি তা আসন্ন হুমকি হয়ে দাঁড়াবে এবং লক্ষ লক্ষ লোক দুর্ভিক্ষের মুখে পড়বেনI

প্রশাসক সামান্থা পাওয়ার বলেন, যুক্তরাষ্ট্র ইথিওপিয়া সরকারের প্রতি টিগ্রায়ের জনগণের জন্য অতি সত্বর মানবিক সহায়তা পৌঁছাতে, অবিলম্বে অনুমতি দিতে অনুরোধ জানাচ্ছে, যাতে করে লক্ষ লক্ষ জনমানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তার বিপত্তিজনক ভাবে বন্ধ হওয়া প্রতিরোধ করা যায়I

XS
SM
MD
LG