ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয় সংস্থা বা OSCE ,সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যাতে আলেক্সান্ডার লুকাশেঙ্কো সরকারের ৯ই অগাস্ট, বেলারুশে জালিয়াতি নির্বাচন চলাকালীন বা পরবর্তী সময়ের ব্যাপক এবং ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘনের বর্ণনা দেয়া হয়েছে I OSCE 'র রিপোর্টে দাবি করা হয়, যে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর দমন অভিযানের মূল লক্ষ্য ছিল, প্রতিবাদকারীদের শাস্তি প্রদান এবং তাদের ও অন্যান্য ভবিষতের প্রতিবাদকারীদের ভয়ভীতি প্রদর্শন করা I
শান্তিপূর্ণ প্রতিবাদকারী,বিরোধী সক্রিয়বাদী এবং সাংবাদিকদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও লাঞ্ছনার মধ্যে ছিল অত্যাচার, খেয়ালখুশি মতো আটক এবং ভাষা প্রকাশ, সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের সংকোচন I
প্রধান রচয়িতা এবং আন্তর্জাতিক আইন বিষয়ে প্রফেসর, উল্ফগং বেনেডিক লিখেছেন তাঁর রিপোর্টে, এটা বিশেষভাবে উদ্বেগজনক যে রাজনৈতিক ভিন্ন মতবাদীদের বিরুদ্ধে দমন অভিযান চলাকালে নিরাপত্তাবাহিনীর অত্যাচার ও দুর্ব্যবহারের বিশদ ব্যাখ্যা দেবার পরেও, কাউকেই দোষী সাব্যস্ত করা হয় নি, যা শাস্তি থেকে অব্যাহতির অভিযোগও প্রমাণ করে এবং যা সম্ভব হয়েছে রাজনীতির ক্ষেত্রে স্বচ্ছ বিচারের অভাবে I
বিতর্কিত নির্বাচনের পরে, সমগ্র বেলারুশ জুড়ে অব্যাহত গণ-বিক্ষোভ, প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর ওপর চাপ সৃষ্টি করে চলেছে, যিনি ২৬ বছর ধরে ক্ষমতায় আসীন রয়েছেন এবং নির্বাচন চুরির অভিযোগ অস্বীকার করে চলেছেন I
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট লুকাশেঙ্কো, অংশতঃ পশ্চিমাঞ্চলীয় সীমান্ত বন্ধ করে, তাঁর স্বরাষ্ট্র মন্ত্রীকে সরিয়ে দিয়ে, এবং নিরাপত্তা অফিসারদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন অভিযান বৃদ্ধির নির্দেশ দিয়ে, তাঁর ক্ষমতাকে আরো কুক্ষিগত করেছেন I
যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, মাইক পম্পেও এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র বেলারুশের জনগণের সাহসিকতা ও সহনশীলতায় অনুপ্রাণিত বোধ করছে I তিনি বলেন, তাঁর কথায়, যুক্তরাষ্ট্র ,বেলারুশের কর্তৃপক্ষের প্রতি দমন অভিযান বন্ধে এবং স্বতন্ত্র পর্যবেক্ষকদের অধীনে বেলারুশের জনগণের মুক্ত ও অবাধ নির্বাচনের দাবি মানবার অনুরোধ জানাচ্ছে I
OSCE রিপোর্টে সঙ্কট নিরসন কল্পে বেলারুশের কর্তৃপক্ষের কাছে কতগুলি সুপারিশ করা হয় I যাতে অন্তর্ভুক্ত রয়েছে একটি OSCE নজরদারি মিশন গঠন, বেলারুশের জনগণের বিরুদ্ধে সহিংসতার অবসান ঘটানো, বিগত অপরাধের জন্য যারা দায়ী, তাদের শাস্তি বিধান নিশ্চিত করা I এছাড়াও যাদেরকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে তাদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে এবং রাজনৈতিক বিরোধী দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে অবশ্যই অর্থবহ জাতীয় সংলাপে বসতে হবে I
যুক্তরাষ্ট্র সরকার, বেলারুশের জনগণের সুবিচার এবং মুক্ত ও স্বচ্ছ নির্বাচনের অন্বেষায় জনগণের পাশে থাকবে ।