Accessibility links

Breaking News

ইউক্রেনের প্রতি রাশিয়ার বর্ধিত আগ্রাসন


রাশিয়া, কৃষ্ণ সাগরে সামরিক মহড়া চালানোর প্রেক্ষিতে, কৃষ্ণ সাগরের বিভিন্ন অংশে বিদেশী নৌ জাহাজ ও সরকারি জাহাজের ওপর ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছেI এসব জলসীমা দখলিত ক্রাইমিয়া সংলগ্ন এবং যা কার্চ প্রণালীর চলাচলে বাধা সৃষ্টি করে থাকেI যুক্তরাষ্ট্র, নেটোভুক্ত মিত্র ও ইউরোপীয় ইউনিয়ন সহমত প্রকাশ করেছে যে রাশিয়ার এই পরিকল্পনা উস্কনিমূলক ও অস্থিতিশীলI

রাশিয়া, কৃষ্ণ সাগরে সামরিক মহড়া চালানোর প্রেক্ষিতে, কৃষ্ণ সাগরের বিভিন্ন অংশে বিদেশী নৌ জাহাজ ও সরকারি জাহাজের ওপর ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছেI এসব জলসীমা দখলিত ক্রাইমিয়া সংলগ্ন এবং যা কার্চ প্রণালীর চলাচলে বাধা সৃষ্টি করে থাকেI যুক্তরাষ্ট্র, নেটোভুক্ত মিত্র ও ইউরোপীয় ইউনিয়ন সহমত প্রকাশ করেছে যে রাশিয়ার এই পরিকল্পনা উস্কনিমূলক ও অস্থিতিশীলI

এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, নেড প্রাইস বলেন, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে চরম উদ্বেগজনক বলে ভাবছেI তিনি বলেন, রাশিয়ার ইউক্রেইনের জাহাজের বিরুদ্ধে আগ্রাসী আচরণ এবং আজভ সাগরে বন্দরগুলিতে ইউক্রেইনের জাহাজগুলিকে প্রবেশাধিকারে বাধা দেয়ার ইতিহাস রয়েছে, যে আচরণ, তাদের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করেI

ভিন্ন অন্য এক বিবৃতিতে নেটো'র প্রতিনিধি, ওয়ানা লুঙ্গেসকু বলেন, ক্রাইমিয়া, কৃষ্ণ সাগর এবংআজোভ সাগরে রাশিয়ার চলমান সামরিকীকরণ, ইউক্রেইনের সাবভৌমত্বের প্রতি আরো বাধাস্বরূপ এবং বৃহত্তর এলাকায় তা স্থিতিশীলতা বিঘ্নিত করবেI আমরা রাশিয়ার প্রতি আজভ সাগরের বন্দর গুলিতে মুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছিI

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, রাশিয়ার এই পদক্ষেপ অত্যন্ত উদ্বেগজনক এবং রাশিয়াকে আন্তর্জাতিক আইন মেনে, জাহাজগুলিকে প্রবেশাধিকার দিতে অনুরোধ জানানো হচ্ছেI
কৃষ্ণ সাগরের বিভিন্ন এলাকায় অক্টোবর অব্দি জাহাজ চলাচলে রাশিয়ার হুঁশিয়ারি, এমনি সময়ে দেয়া হচ্ছে যখন, ইউক্রেইন সঙ্কট শুরু হবার পর, ইউক্রেইন সীমান্তজুড়ে সর্ববৃহৎ রুশ সেনাদের উপস্থিতির খবর পাওয়া যায়I ২০১৪ সালে রাশিয়ার ক্রাইমিয়া অঞ্চল কুক্ষিগত করা এবং পূর্বাঞ্চলীয় ইউক্রেইনে আক্রমণ অভিযানের কারণে সৃষ্ট সঙ্কটে, ১৪,০০০ বেশি জনগণের মৃত্যু হয়েছেI ২০১৪ সাল থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে পূর্বাঞ্চলীয় ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ পরিচালিত সেনাদের বিরুদ্ধে, ইউক্রেনের সেনাবাহিনীর প্রতিরোধের মুখে,রুশ অভিযান অব্যাহত রয়েছেI

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, তাঁর কথায়,যুক্তরাষ্ট্র সরকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং তাদের জলসীমার প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছেI যুক্তরাষ্ট্র, রাশিয়ার কথিত ক্রাইমিয়া কুক্ষিগত করাকে স্বীকৃতি দে নি এবং কখনোই দেবে না"I

মি: প্রাইস বলেন তাঁর কথায়, রাশিয়ার উস্কানির মুখে ইউক্রেইনের অব্যাহত সংযম প্রদর্শনকে আমরা স্বাগত জানাই এবং রাশিয়ার প্রতি এই অঞ্চলের জাহাজগুলির বিরুদ্ধে হয়রানি বন্ধের এবং দখলকৃত ক্রাইমিয়া ও ইউক্রেইন সীমান্তে সেনা বৃদ্ধির সিদ্ধান্ত বদলের অনুরোধ জানাচ্ছিI

Bangla Russia Ukraine
please wait

No media source currently available

0:00 0:02:47 0:00


XS
SM
MD
LG