Accessibility links

Breaking News

কিউবায় শান্তিপূর্ণ প্রতিবাদকারিদের সহিংস দমনের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ


ফাইল ফটো : কিউবায় বিক্ষোভকারিদের পুলিশ দমন করছে । ( এপি)
ফাইল ফটো : কিউবায় বিক্ষোভকারিদের পুলিশ দমন করছে । ( এপি)

শান্তিপূর্ণ প্রতিবাদকারী যারা, পরিবর্তন ও স্বাধিকারের দাবিতে জুলাই মাসে  রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কিউবা সরকারের সহিংস দমনের পর, বাইডেন-হ্যারিস প্রশাসন কিউবার সামরিক বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রকের স্পেশাল ন্যাশনাল ব্রিগেডের নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেI

শান্তিপূর্ণ প্রতিবাদকারী যারা, পরিবর্তন ও স্বাধিকারের দাবিতে জুলাই মাসে রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কিউবা সরকারের সহিংস দমনের পর, বাইডেন-হ্যারিস প্রশাসন কিউবার সামরিক বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রকের স্পেশাল ন্যাশনাল ব্রিগেডের নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেI

যুক্তরাষ্ট্র সরকার ৩০ শে জুলাই , বিশ্বজনীন ম্যাগনিতস্কি নিষেধাজ্ঞা কর্মসূচির অধীনে আরো নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে। এই কর্মসূচি যারা গুরুতর ভাবে মানবাধিকার লংঘন করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করে । নতুন এসব নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে কিউবার জাতীয় পুলিশ বা PNR এবং এর কয়েকজন নেতা, পরিচালক, অস্কার কাহায় হাস ভালকারসেল এবং উপ-পরিচালক, এডি সিয়েরা আরিয়াসI যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ভালকারসেল ও সিয়েরা আরিয়াসের নের্তৃত্বে পুলিশ বাহিনী বা PNR শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর হামলা চালায় ও তাদের মারধর করেI

যুক্তরাষ্ট্র অর্থ দপ্তর জানায়, যেসব প্রতিবাদকারী PNR 'র বিরুদ্ধে অবস্থান নেন তাদের মধ্যে রয়েছেন, Movements of July 11 Mothers নামের একটি গ্ৰুপ, যে গ্ৰুপটি কারারুদ্ধ ও নিখোঁজ হয়ে যাওয়া লোকজনের পরিবারগুলিকে একত্রিত করার কাজে নিয়োজিতI PNR ,কামাওয়ে নামের স্থানে একজন ক্যাথলিক ধর্মযাজককে তরুণ প্রতিবাদকারীদের প্রতি সমর্থন জানানোর জন্য মারধর ও গ্রেফতার করেI শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণরত কতিপয় অল্পবয়সী কিশোরকেও মারধর করা হয়I

এসব নিষেধাজ্ঞার কারণে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্ট লোকজনদের অথবা যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের নিয়ন্ত্রণাধীনে থাকা সকল সম্পদ ও সম্পদের সুদ বাজেয়াপ্ত করা হবে এবং শনাক্তকৃত ব্যক্তিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের কোনো প্রকার লেনদেন, যদি যুক্তরাষ্ট্র অর্থ বিভাগের ফরেন এস্সেটস কন্ট্রোল'র ছাড়পত্র না থাকে, তবে নিষিদ্ধ বলে গণ্য হবেI

পররাষ্ট্রমন্ত্রী, অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, "আমরা কিউবার জনগণ ও প্রতিবাদকারী, যারা সরকারের পুলিশ বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে অংশ নিয়ে বিশ্বের কাছে বার্তা পৌঁছিয়েছেন, আমরা তাদের সাহসিকতার প্রশংসা করিI আমরা স্পষ্ট করে দিতে চাই, যে কেউ কিউবার নৃশংস পুলিশ বাহিনী, জাতীয় ন্যাশনাল ব্রিগেড, স্বরাষ্ট্র মন্ত্রক, বা কিউবার যে কোন ব্যক্তি বা সংস্থার কাছে সরবরাহ করবেন, তারা ম্যাগনিতস্কি কর্মসূচির আওতায় নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকবেন"I

নতুন এই নিষেধাজ্ঞা'র ঘোষণার দিন কিউবান আমেরিকান নেতাদের সঙ্গে বৈঠকে আলাপকালে, প্রেসিডেন্ট বাইডেন কিউবার পরিস্থিতিকে “ সহ্যের বাইরে”বলে উল্লেখ করেনI আরো নিষেধাজ্ঞা আরোপিত হবে কিনা জিজ্ঞাসা করা হলে, প্রেসিডেন্ট বলেন, জরুরিভিত্তিতে কোনো পরিবর্তন না এলে, আরো নিষেধাজ্ঞা দেয়া হতে পারে"I

XS
SM
MD
LG