Accessibility links

Breaking News

সন্ত্রাসবাদের ওপর ২০২০ সালের প্রকাশিত কান্ট্রি রিপোর্ট


২০১৮ সালের এই ফাইল দেখা যাচ্ছে ঢাকায় সন্ত্রাস দমনে বিশেষ বাহিনী র‌্যাবের সদস্যদের অভিযান প্রস্তুতি। (ফাইল ছবি- অনুপম নাথ/ এপি)
২০১৮ সালের এই ফাইল দেখা যাচ্ছে ঢাকায় সন্ত্রাস দমনে বিশেষ বাহিনী র‌্যাবের সদস্যদের অভিযান প্রস্তুতি। (ফাইল ছবি- অনুপম নাথ/ এপি)

পররাষ্ট্র দফতর সন্ত্রাসবাদের ওপর ২০২০ সালের কান্ট্রি বা দেশীয় রিপোর্ট বা সিআরটি প্রকাশ করেছে, যাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাফল্যের সারাংশ এবং সন্ত্রাসী সংগঠনগুলির নতুন ও চলমান হুমকির কথা ব্যক্ত করা হয়েছে।  রিপোর্টের সংযোজিত অংশে  পরিসংখ্যানের তথ্য অনুযায়ী সন্ত্রাসী হামলার সংখ্যা এবং সেসব হামলা থেকে মৃতের সংখ্যা ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ১০ শতাংশ বৃদ্ধির কথা জানানো হয়।  

পররাষ্ট্র দফতর সন্ত্রাসবাদের ওপর ২০২০ সালের কান্ট্রি বা দেশীয় রিপোর্ট বা সিআরটি প্রকাশ করেছে, যাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাফল্যের সারাংশ এবং সন্ত্রাসী সংগঠনগুলির নতুন ও চলমান হুমকির কথা ব্যক্ত করা হয়েছে। রিপোর্টের সংযোজিত অংশে পরিসংখ্যানের তথ্য অনুযায়ী সন্ত্রাসী হামলার সংখ্যা এবং সেসব হামলা থেকে মৃতের সংখ্যা ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ১০ শতাংশ বৃদ্ধির কথা জানানো হয়।

গত বছর থেকে সন্ত্রাসী হামলা বিশ্বজুড়ে বিভিন্ন এলাকায় ভৌগোলিকভাবে বিস্তৃত হয়েছে। যুক্তরাষ্ট্র এই বিবর্তিত হুমকির জবাব দিয়েছে, যার মধ্যে রয়েছে আইসিসদের পরাস্ত করতে বৈশ্বিক জোটের সম্প্রসারণ; এই জোটে এখন সদস্য সংখ্যা ৮৪। আইসিসদের পরাস্ত করার গঠিত জোট ইরাক ও সিরিয়ার সাফল্যকে আরো সংহত করার পক্ষে কাজ করেছে । আর একই সঙ্গে পশ্চিম আফ্রিকা ও সাহেল অঞ্চলের ক্রমবর্ধমান আইসিস হুমকি মোকাবেলার প্রচেষ্টা বৃদ্ধি করেছে।

২০২০ সালে ইউরোপ ও পশ্চিম গোলার্ধের ৯টি দেশ হেজবুল্লাহকে শনাক্ত, নিষিদ্ধ বা সীমিত করতে উল্লেখযোগ্য কতকগুলি পদক্ষেপ নিয়েছে। পররাষ্ট্র দপ্তর বর্ণ ও জাতিগোষ্ঠীগত ভাবে অনুপ্রাণিত সহিংস সন্ত্রাসবাদের বিরুদ্ধে ২০২০ সালে প্রথমবারের মতো একটি শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সন্ত্রাসী সংগঠনকে শনাক্ত করে এবং রাশিয়ান ইম্পেরিয়াল মুভমেন্ট ও তাদের ৩জন নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।

যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা ২০২০ সালে আল ক্বায়দা ও বিশ্বব্যাপী তাদের সঙ্গে সংযুক্ত গোষ্ঠীগুলির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখে। আল কায়দা পরবর্তীতে বিদেশে বিশেষত মধ্য প্রাচ্য ও আফ্রিকায় তাদের অবস্থান আরও সুদৃঢ় করে।

ইরান ২০২০ সালে আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাসবাদী তৎপরতাকে সমর্থন দেয়া অব্যাহত রাখে

আঞ্চলিকভাবে ইরান হেজবুল্লাহ ও হামাসসহ বাহরাইন, ইরাক, লেবানন সিরিয়া ও ইয়েমেনের তাদের পক্ষাবলম্বনকারী ও অংশীদারদের সহায়তা দিয়েছে। বিশ্বজনীনভাবে ইসলামিক রেভলিউশনারী গার্ড কোর বা কুদস বাহিনী ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও দুই আমেরিকাতে সন্ত্রাসীদের নিয়োগদান প্রশিক্ষণ, অর্থায়ন এবং ষড়যন্ত্রে সমর্থনের ক্ষেত্রে ইরান মুখ্য চালকের ভূমিকা নেয়।

যুক্তরাষ্ট্র বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগকে এগিয়ে নিতে প্রধান ভূমিকা পালন অব্যাহত রেখেছে । ২০২০ সালে যুক্তরাষ্ট্র পশ্চিম আফ্রিকা, বৃহত্তর সাহারা, লিবিয়া, ইয়েমেন ও ইন্দোনেশিয়ায় আইসিসদের সহযোগী সংগঠনকে শনাক্ত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটির প্রচেষ্টায় নেতৃত্ব দান করে।

যুক্তরাষ্ট্র এছাড়াও অনলাইন বা অফলাইনে উগ্র সন্ত্রাসবাদ মোকাবিলা ও প্রতিহত করতে একদল আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

এ বছরের সিআরটি বা কান্ট্রি রিপোর্টে সন্ত্রাসবাদের চলমান হুমকি থেকে আমেরিকান জনগণের এবং তাদের মিত্রদের জীবন রক্ষা করার অটল প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।

[এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে]

XS
SM
MD
LG