Accessibility links

Breaking News

জলবায়ু পরিবর্তন প্রশমনে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে সহযোগিতা


জন কেরি এবং জাপানের প্রধানমন্ত্রী জলবায়ু বিষয়ক আলোচনায় ,
(এপি)
জন কেরি এবং জাপানের প্রধানমন্ত্রী জলবায়ু বিষয়ক আলোচনায় , (এপি)

যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত, জন কেরি ২০শে জুলাই দেয়া ভাষণে বলেন, বিশ্বের তাপমাত্রা যদি শিল্প বিপ্লবের আগেকার মাত্রার চাইতে ১ দশমিক ৫ ডিগ্রি অতিক্রম করে, তবে লক্ষ লক্ষ লোক অতিরিক্ত তাপপ্রবাহ, খরা ও বন্যার ঝুঁকিতে পড়তে পারেন I তবে তিনি আরো বলেন,  বৈশ্বিক তাপবৃদ্ধির যে আগাম কথা বলা হচ্ছে, তা কমানোর উপায়ও রয়েছেI

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত, জন কেরি ২০শে জুলাই দেয়া ভাষণে বলেন, বিশ্বের তাপমাত্রা যদি শিল্প বিপ্লবের আগেকার মাত্রার চাইতে ১ দশমিক ৫ ডিগ্রি অতিক্রম করে, তবে লক্ষ লক্ষ লোক অতিরিক্ত তাপপ্রবাহ, খরা ও বন্যার ঝুঁকিতে পড়তে পারেন I তবে তিনি আরো বলেন, বৈশ্বিক তাপবৃদ্ধির যে আগাম কথা বলা হচ্ছে, তা কমানোর উপায়ও রয়েছেI

তিনি বলেন, 'ভবিষ্যতে তাপমাত্রার ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিকে আমরা এখনও ঠেকাতে পারি , যদি বিশ্বের প্রতিটি বড় অর্থনৈতিক দেশ ২০৩০ সালের মধ্যে অর্থবহ হ্রাসে সম্মত হয় ; এবং সেটাই মধ্য শতাব্দীর মধ্যে বিশ্বকে নির্ভরযোগ্য "নেট জিরো" লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে পারে'I


আগস্টের শেষে টোকিও সফরকালে বিশেষ দূত, কেরি, জলবায়ু পরিবর্তন রোধে দুটি দেশের প্রয়াস নিয়ে আলোচনা করেনI চীনের পর, যুক্তরাষ্ট্রই দ্বিতীয় বৃহত্তম গ্যাস নিঃসরণকারী দেশ এবং জাপান সেই তালিকায় সপ্তম স্থানেI

আগামী ৩০ বছরে জাপান বেশ কতগুলো লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধI জাপানের পরিবেশ মন্ত্রী শিনজিরো কোইজুমির সাথে বৈঠকে কেরি বলেন,

জাপান, বেশ কতগুলি কঠিন সিদ্ধান্ত নিয়েছেI জাপান আগামী ১০ বছরে ৪৫, ৪৬ থেকে ৫০% গ্যাস নিঃসরন কমানোর এবং ২০৫০ সালের মধ্যে নেট জিরোতে পৌঁছাতে লক্ষ্যমাত্রা ধার্য্য করেছেI

এটা অব্যাহতভাবে স্পষ্ট হয়ে উঠছে যে, তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হলে গ্রিনহাউজ গ্যাস নিয়ন্ত্রণের পদক্ষেপকে আরো ত্বরান্বিত করতে হবেI তাই, যুক্তরাষ্ট্র -জাপান অংশীদারিত্বের আওতায়, যুক্তরাষ্ট্র ও জাপান জ্বালানির পুনর্ব্যবহার, কার্বন প্রক্রিয়াকরণ, শিল্পখাতকে কার্বনমুক্তকরণ এবং জলবায়ুর কারণে কৃষির সম্প্রসারণে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছেI

দুটি দেশই ২০২১ সালের মধ্যে কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদনের প্রতি সরকারী নতুন এবং সরাসরি সমর্থন বন্ধে সম্মত হয়েছেI এ ছাড়াও প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি উন্নত দেশ, প্রতি বছর ১০০ বিলিয়ন ডলারে তাদের ভাগের অংশ দিতে প্রয়াস চালাবে, যা উন্নয়নশীল দেশগুলিকে জলবায়ু প্রভাবের বিরুদ্ধে সক্ষমতা বাড়াতে, গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে এবং নেট জিরো লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সাহায্য করবেI

যুক্তরাষ্ট্র ও জাপান এই দশককে জলবায়ু পরিবর্তনে পদক্ষেপ নেবার জন্য অতি গুরুত্বপূর্ণ বিবেচনা করতে এবং জলবায়ু সঙ্কটের বিরুদ্ধে তাদের যৌথ প্রয়াসকে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি স্তম্ভ হিসাবে নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ I

XS
SM
MD
LG