Accessibility links

Breaking News

কভিড-১৯ সংকটে যুক্তরাষ্ট্র ভারতের পাশেই আছে


ভারতে কভিড সংক্রমণ ও মৃত্যু ভয়ংকর হারে বাড়ছে এবং  যুক্তরাষ্ট্র, অংশীদার হিসাবে সহায়তার হাত বাড়িয়েছেI ৭ দশক ধরে দুটি দেশ শুধুমাত্র বিশ্বজনীন স্বাস্থ্য সমস্যা নিয়ে শুধু কাজ করে নি, মহামারীর শুরুতে যখন এখানকার হাসপাতাল গুলি দুর্দশাগ্রস্ত ছিল, যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের সেই মহানুভবতা ছিল স্মরণীয় এবং  যা প্রশংসিত হয়ে থাকবে I

ভারতে কভিড সংক্রমণ ও মৃত্যু ভয়ংকর হারে বাড়ছে এবং যুক্তরাষ্ট্র, অংশীদার হিসাবে সহায়তার হাত বাড়িয়েছেI ৭ দশক ধরে দুটি দেশ শুধুমাত্র বিশ্বজনীন স্বাস্থ্য সমস্যা নিয়ে শুধু কাজ করে নি, মহামারীর শুরুতে যখন এখানকার হাসপাতাল গুলি দুর্দশাগ্রস্ত ছিল, যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের সেই মহানুভবতা ছিল স্মরণীয় এবং যা প্রশংসিত হয়ে থাকবে I

ভারতের মহামারী সঙ্কট দমনে বাড়তি সহায়তাস্বরূপ, যুক্তরাষ্ট্র সরকার, ভারতকে এ যাবৎ এক কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছেI ১১ই মে এক সংবাদ অবহিতকরণে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, নেড প্রাইস ঘোষণা করেন যে, ভারতের জন্য ৬ দিনে ৬টি বিমানবোঝাই সামগ্রী পাঠানো হচ্ছেI

নেড প্রাইস বলেন তাঁর কথায়, বিমান সামগ্রীর মধ্যে রয়েছে ২০,০০০ ডোজ রেমেডিসিভির টিকা, প্রায় ১৫০০ অক্সিজেন সিলিন্ডার, ৫৫০ টি মোবাইল অক্সিজেন কন্সেনট্রেটার, ১০ লক্ষ দ্রুত সনাক্তকরণ পরীক্ষা কিট. প্রায় ২০ লক্ষ ৫০,০০০ N95 মাস্ক, মোতায়েনযোগ্য অক্সিজেন কন্সেন্ট্রেশন ব্যবস্থার বিশাল চালান, পালস অক্সিমিটার ও অন্যান্য সামগ্রীI যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা USAID এছাড়াও, অভ্যন্তরীণভাবে ১০০০ মোবাইল কন্সেন্ট্রেটর কেনার জন্য অর্থ দিয়েছেI

সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে, যুক্তরাষ্ট্র ঘনিষ্টভাবে ব্যক্তিগত অর্থদানকারী, ব্যক্তিগত খাত ও বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছেI মুখপাত্র নেড প্রাইস বলেন, ভারতের সহায়তায় ব্যক্তিগত খাতসমূহ এ যাবৎ ৪ কোটি ডলার সহায়তা দিয়েছেI তিনি বলেন, এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র অত্যন্ত সন্তোষজনক বলে গণ্য করবেI

মহামারীর অবসান কল্পে বিশ্বজনীন সাড়া হিসাবে হোয়াইট হাউজের সমন্বয়কারী দলের শীর্ষ পরামর্শদাতা অ্যান্ড্রু স্ল্যাভিট বলেন, যুক্তরাষ্ট্র এছাড়াও ভ্যাকসিন যখন সহজলভ্য হয়, তখন সেই নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন অন্যান্য দেশের সঙ্গে ভাগাভাগি করার বিকল্প খুঁজে দেখবে I

বাইডেন-হ্যারিস প্রশাসন, দৃঢ়ভাবে মেধাবী সম্পদ সংরক্ষণ নীতিতে বিশ্বাসী, তবে মহামারীর স্বার্থে যুক্তরাষ্ট্র এখন সেই নীতিকে বিশ্ব বাণিজ্য সংস্থার কভিড ১৯ ভ্যাকসিনের বেলায়, ছাড় দেয়াকে সমর্থন করছেI

ভারতের সাম্প্রতিক কভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেI যুক্তরাষ্ট্র, ভারতীয় কর্মকর্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে চলতি সঙ্কটে নুতন আগ্রাসী ও উঠতি ভাইরাস সনাক্তকরণ ও প্রতিকার কল্পে ব্যবস্থা গ্রহণে, একত্রে কাজ করা অব্যাহত রাখবেI

মুখপাত্র নেড প্রাইস যেমন বলেন, ভারতের সহায়তায় যুক্তরাষ্ট্রের এগিয়ে আসার নীতিতে প্রেসিডেন্ট বাইডেনের সেই প্রতিশ্রুতির প্রতিফলন ঘটছে যে মানবিক ত্রাণ কাজে এবং বিশ্ব জনস্বাস্থ্যের বেলায় যুক্তরাষ্ট্র নেতা হওয়া অব্যাহত রাখবেI

Editorial US India Covid 19
please wait

No media source currently available

0:00 0:02:50 0:00


XS
SM
MD
LG