Accessibility links

Breaking News

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া গড়লো নতুন এক  নিরাপত্তা অংশীদারিত্ব 


AUKUS অন্তর্ভুক্ত অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পতাকা/এপি
AUKUS অন্তর্ভুক্ত অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পতাকা/এপি

যুক্তরাষ্ট্র ও তার নিকট মিত্র দুটি দেশ, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য AUKUS নামের নুতন একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা অংশীদারিত্ব জোট গঠন করার কথা ঘোষণা করেছে I

প্রেসিডেন্ট বাইডেন বলেন, "যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য সব সময়েই ছিল বিশ্বস্ত ও যোগ্য অংশীদার এবং এখন আমরা আরো নিকটে পৌঁছালাম"I

প্রেসিডেন্ট বাইডেন বলেন, "তিনটি দেশের সহযোগিতা আরো গভীর ও আনুষ্ঠানিক করতে আমরা আরো একটি ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছি, কারণ আমরা সকলেই স্বীকার করি যে বহু সময় ধরে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য তা অতি আবশ্যকI বাস্তবিক অর্থে বিশ্ব আগামী কয়েক দশকে এক মুক্ত ও অবাধ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর নির্ভর করবে যা হবে দীর্ঘস্থায়ী ও সমৃদ্ধশীল"I

প্রেসিডেন্ট বাইডেন বলেন, AUKUS জোট হচ্ছে যুক্তরাষ্ট্রের মিত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসের একটি অংশ, যা বর্তমান ও ভবিষ্যতের হুমকিকে আরো ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হবেI

তিনি বলেন, "এটা যেন নতুন নতুন উপায়ে আমেরিকার বর্তমান মিত্র ও শরিকদের মধ্যে যোগাযোগ বা সমন্বয় সাধন করা, সহযোগিতার ক্ষমতাকে বৃদ্ধি করা এবং স্বীকার বা উপলব্ধি করা যে কোনো আঞ্চলিক ভেদাভেদ এখানে থাকবে না, যা আমাদের আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় মিত্রদের স্বার্থকে আলাদা করতে পারে"I

প্রেসিডেন্ট বাইডেন বলেন, এছাড়াও AUKUS আমাদের প্রত্যেককে নিশ্চিত করবে যে বর্ধিত হুমকি মোকাবেলা পরিচালনা করতে আমাদের থাকবে সবচাইতে অত্যাধুনিক ক্ষমতাI

প্রেসিডেন্ট বাইডেন বলেন, "AUKUS জোট আমাদের নাবিক, বিজ্ঞানী ও শিল্পকে একত্রিত করবে,যাতে আমরা সামরিক ক্ষমতায় প্রাধান্য বজায় রাখতে, সেই ক্ষমতা সম্প্রসারিত করতে এবং সাইবার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং সমুদ্রের তলভাগে প্রাধান্য বজায় রাখতে পারবো"I

AUKUS-এর অধীনে শীর্ষ একটি সফল নির্ধারণী প্রকল্প হবে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য পরমাণু শক্তি চালিত প্রচলিত সশস্ত্র সাবমেরিনের অধিগ্রহণI প্রেসিডেন্ট বাইডেন জোর দিয়ে বলেন,

"আমরা সেই প্রচেষ্টাটি আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে আলোচনা ও অংশীদারিত্বের মাধ্যমে এমনিভাবে নেবো, যা অস্ত্র প্রসার রোধে দীর্ঘদিনের বিশ্ব নেতৃত্বের প্রতিফলন ঘটাবে।

৭০ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তাদের অন্যান্য মিত্র ও শরিকদের নিয়ে অভিন্ন মূল্যবোধ রক্ষা, শান্তি ও সমৃদ্ধি উন্নয়নের লক্ষ্যে একত্রে কাজ করেছে I AUKUS জোটের সূচনা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সেই লক্ষ্য সাধনে হবে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপI

XS
SM
MD
LG